Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » বোচুমের কাছে এক হালি গোল খেল বায়ার্ন




বোচুমের কাছে এক হালি গোল খেল বায়ার্ন চলতি মৌসুমের সেপ্টেম্বরে বোচুমকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছিল বুন্দেসলিগা চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখরা। সেই ম্যাচে কিমিচ করেছিলেন জোড়া গোল। এছাড়াও স্কোরলাইনে নাম লিখেছিলেন লেরয় সানে, সার্জ গেন্যাব্রি, রবার্ট লেভানদোভস্কিরা। তবে শনিবার (১২ ফেব্রুয়ারি) সেই বোচুমের কাছেই এক হালি গোল খেল বায়ার্ন। তাদের বিপক্ষে বায়ার্ন ম্যাচ হেরেছে ৪-২ গোলে।

ভোনোভিয়া রুহরস্টেডিয়নে গতকাল পাঁচ মাস আগের সেই হারের প্রতিশোধ নিল বোচুম। ঐতিহ্য ও দলগত শক্তির বিচারে বায়ার্ন মিউনিখের চেয়ে যোজন যোজন পিছিয়ে থাকলেও নিজেদের সামর্থ্য প্রমাণ করে দলটি। জার্মান চ্যাম্পিয়নদের জালে এক হালি গোল দেয় তারা। আর বায়ার্নের বিপক্ষে এই জয়ের ফলে ২০০৫-০৬ মৌসুমের পর তাদের বিপক্ষে জয় পেল বোচুম। শনিবার (১২ ফেব্রুয়ারি) জার্মান বুন্দেস লিগায় বায়ার্নকে ৪-২ গোলে হারিয়েছে বোচুম। বায়ার্ন মিউনিখের হয়ে জোড়া গোল করেছেন রবার্ট লেভানদোভস্কি। বোচুমের হয়ে গোল করেছে আন্তউই-আদজেই, লোকাডিয়া, গাম্বোয়া ও গেরিট হোল্টম্যান। দুদলের সর্বশেষ ৩২ দেখায় মাত্র দ্বিতীয়বার জিতলো বোচুম। আরও পড়ুন: ক্লাব বিশ্বকাপের শিরোপা চেলসির প্রতিপক্ষের মাঠে বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল বায়ার্ন মিউনিখ। গোটা ম্যাচে ৬৬ শতাংশ বল দখলে রাখে দলটি। গোলমুখে শট নেওয়ার ক্ষেত্রেও দাপট ছিল বায়ার্নের। পুরো ম্যাচে ২১টি শট নিয়ে ৫টি লক্ষ্যে রাখে বাভারিয়ানরা। বিপরীতে, বোচুম ১১ শটের মধ্যে ৬টিই লক্ষ্যে রাখতে পারে। শিরোপা ধরে রাখার লড়াইয়ে এদিন শুরুতেই এগিয়ে যায় বায়ার্ন মিউনিখ। ম্যাচের সপ্তম মিনিটে কিংসলে কোম্যানের পাস থেকে সফরকারীদের এগিয়ে দেন রবার্ট লেভানদোভস্কি। ৭ মিনিট পরই সমতায় ফিরে বোচুম। হোল্টম্যানের পাস থেকে ক্রিস্টোফার আন্তউই-আদজেই গোল করেন। গোল খেয়ে ছন্নছাড়া হয়ে যায় বায়ার্ন মিউনিখ। সেই সুযোগ কাজে লাগিয়ে ৩৮তম মিনিটে জার্গেন লোকাডিয়া পেনাল্টি থেকে গোল করে বোচুমকে এগিয়ে দেয়। দুই মিনিট পরই বায়ার্ন কিছু বুঝে উঠার আগেই ব্যবধান আরও বাড়ান গাম্বোয়া। বিরতির আগে হোল্টম্যান গোল করে এক হালি পূর্ণ করলে ম্যাচ থেকে প্রায় ছিটকে যায় জার্মান চ্যাম্পিয়নরা। আরও পড়ুন: গোলবন্যার ম্যাচে জয়ের হাসি অ্যাতলেতিকো মাদ্রিদের বিরতির পর একের পর এক চেষ্টা করে ম্যাচে ফিরতে পারেনি বায়ার্ন। তবে, বোচুমের রক্ষণদুর্গে বারবার হতাশ করে সফরকারীদের। শেষদিকে রবার্ট লেভানদোভস্কি আরেক গোল করে ব্যবধান কমালেও তা বায়ার্নের হার এড়ানোর জন্য যথেষ্ট ছিল না। ফলে আসরের চতুর্থ হার নিয়ে মাঠ ছাড়ে জুলিয়ান ন্যাগলসম্যানের দল। অবশ্য হারলেও পয়েন্ট টেবিলের শীর্ষেই আছে বায়ার্ন মিউনিখ। ২২ ম্যাচে চূড়ায় থাকা বাভারিয়ানদের পয়েন্ট ৫২। এক ম্যাচ কম খেলে দুইয়ে থাকা বরুশিয়া ডর্টমুন্ডের পয়েন্ট ৪৩। ২২ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে ১১- তে আছে বোচুম। এদিকে দিনের আরেক ম্যাচে অগসবার্গকে ৩-২ গোলে হারিয়েছে টেবিলের ১৩ নম্বর দল বরুশিয়া মুনচেনগ্লাডব্যাক। আর লেভারকুজেন ৪-২ গোলে হারিয়েছে স্টুটগার্টকে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply