Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » মোবাইল ইন্টারনেট গ্রাহক কমল




মোবাইল ইন্টারনেট গ্রাহক কমল দেশে দুই মাসে ব্রডব্যান্ডে ২০ হাজার নতুন ব্যবহারকারী সংখ্যা বাড়লেও মোবাইল ইন্টারনেটে ৫৩ লাখ ৮০ হাজার গ্রাহক কমেছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির পরিসংখ্যানে এ তথ্য তুলে ধরা হয়েছে। পরিসংখ্যানের তথ্য অনুযায়ী, ২০২১ সালের নভেম্বরের চেয়ে ডিসেম্বরে গ্রামীণফোন এবং রবির গ্রাহক সংখ্যা কমেছে। অন্যদিকে গ্রাহক বেড়েছে বাংলালিংক ও টেলিটকের। নভেম্বরে ২৫ লাখ ৮০ হাজার এবং ডিসেম্বরে ২৮ লাখ মোবাইল ইন্টারনেট গ্রাহক কমেছে। সব মিলিয়ে ২০২১ সালের ডিসেম্বরে মোবাইল ইন্টারনেট গ্রাহক দাঁড়িয়েছে ১১ কোটি ৩৭ লাখ ৩০ হাজার। আর আগের মাস নভেম্বরে মোবাইল ইন্টারনেট গ্রাহক ছিল ১১ কোটি ৬৫ লাখ ৩০ হাজার। একই বছরের অক্টোবের ছিল ১১ কোটি ৯১ লাখ ১০ হাজার। upay অন্যদিকে গত ডিসেম্বরে ব্রডব্যান্ড ইন্টারনেট গ্রাহক দাঁড়িয়েছে ১ কোটি ৯০ হাজার। এই সময়ে ২০ হাজার নতুন গ্রাহক ব্রডব্যান্ডে এসেছে। ব্রডব্যান্ড ইন্টারনেট গ্রাহক পরিসংখ্যান প্রতি প্রান্তিকে অর্থাৎ তিন মাস পরপর প্রকাশ করা হয়। এই হিসাবে গত সেপ্টেম্বরে ব্রডব্যান্ড ইন্টারনেট গ্রাহক সংখ্যা ছিল ১ কোটি ৭ হাজার। পরিসংখ্যানে আরও দেখা যায়, ডিসেম্বরে চার মোবাইল ফোন অপারেটরের মোট গ্রাহক সংখ্যা ছিল ১৮ কোটি ১০ লাখ ২০ হাজার। এ মাসে গ্রামীণফোনের গ্রাহক সংখ্যা ছিল ৮ কোটি ৩৪ লাখ ৬০ হাজার। এর মধ্যে রবির গ্রাহক ৫ কোটি ৩৬ লাখ ৭০ হাজার, বাংলালিংকের ৩ কোটি ৭২ লাখ ২০ হাজার এবং টেলিটকের ৬৬ লাখ ৭০ হাজার। অথচ আগের মাস নভেম্বরে তিনটি শীর্ষ অপারেটরের গ্রাহক ডিসেম্বরের তুলনায় বেশি ছিল। এই মাসে গ্রামীণফোনের গ্রাহক ছিল ৮ কোটি ৪০ লাখ ৪০ হাজার, রবির ৫ কোটি ৩৭ লাখ ২০ হাজার, বাংলালিংকের ৩ কোটি ৭২ লাখ ১০ হাজার এবং টেলিটকের ৬৫ লাখ ৬০ হাজার। পরিসংখ্যানে আরও বলা হয়েছে, ডিসেম্বরে নভেম্বরে তুলনায় ৫ লাখ ৮০ হাজার গ্রাহক কমেছে এবং এ সময়ে রবির কমেছে ৫০ হাজার। একই সময়ে বাংলালিংকের ১০ হাজার এবং টেলিটকের ১ লাখ ১০ হাজার গ্রাহক বেড়েছে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply