Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » ইইউ সম্মেলনে আলোচনার মুখ্য বিষয় হয়ে উঠেছে ইউক্রেন




ভয়েস অফ আমেরিকা ফ্রান্সের প্যারিসের কাছে ভার্সাই প্রাসাদে ইউরোপীয় ইউনিয়নের নেতাদের শীর্ষ সম্মেলনে সদস্য দেশগুলির পতাকা দেখা যাচ্ছে, ১০ মার্চ, ২০২২, ছবি-রয়টার্স ফ্রান্সের প্যারিসের কাছে ভার্সাই প্রাসাদে ইউরোপীয় ইউনিয়নের নেতাদের শীর্ষ সম্মেলনে সদস্য দেশগুলির পতাকা দেখা যাচ্ছে, ১০ মার্চ, ২০২২, ছবি-রয়টার্স প্যারিসের অদূরে অনুষ্ঠিত দুইদিনব্যাপী ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বৈঠকে ইউক্রেন প্রধান আলোচ্য বিষয় হয়ে উঠেছে। বৈঠকটিতে উপস্থিত নেতারা রাশিয়ার থেকে জ্বালানী আমদানি বন্ধ, প্রতিরক্ষা জোরদার করা, এবং ইইউতে ইউক্রেনের সদস্যপদের বিষয়টি নিয়ে আলোচনা করছেন। ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্রের মত তাৎক্ষণিকভাবে রাশিয়া থেকে তেল ও গ্যাস আমদানি নিষিদ্ধ করছে না। তবে প্যারিসের বাইরে ভার্সাই-তে বৈঠকে ইইউ নেতারা, যত দ্রুত সম্ভব রাশিয়ার উপর থেকে তাদের জ্বালানী নির্ভরতা ধাপে ধাপে কমানোর উপায় খোঁজার চেষ্টা করছেন। এটি ইউরোপের প্রতিরক্ষা সহ বিস্তৃত পর্যায়ে স্বনির্ভরতা অর্জন করার প্রচেষ্টার একটি অংশ। ইইউ এর নির্বাহী বিভাগ, ইউরোপীয়ান কমিশন এ উদ্দেশ্যে কয়েকটি পদক্ষেপের সমন্বয়ে একটি রূপরেখা তৈরি করেছে। সেটিতে এ বছরের মধ্যেই রাশিয়া থেকে গ্যাস আমদানি দুই-তৃতীয়াংশ হ্রাস করার পরিকল্পনা রয়েছে। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট আরসালা ভন ডার লেয়েন বলেন যে, এমন পদক্ষেপ প্রয়োজন কারণ মস্কো তাদের স্বার্থ উদ্ধারের পন্থা হিসেবে জ্বালানীকে ব্যবহার করছে। ভন ডার লেয়েন বলেন, “যেমনটি আপনারা দেখেছেন যে রাশিয়া কয়েক বছর ধরে না হলেও গতমাস থেকে শুধুমাত্র ইউক্রেনের উপরেই নয় বরং ইউরোপীয় ইউনিয়নের উপরও চাপ প্রয়োগের জন্য জ্বালানীকে সহায়ক হিসেবে ব্যবহার করেছে এবং এখন রাশিয়ার গ্যাসের উপর নির্ভরশীলতা থেকে বেরিয়ে আসতে আমরা সত্যিকারভাবেই দৃঢ়প্রতিজ্ঞ”। প্যারিসভিত্তিক একটি গবেষণা প্রতিষ্ঠান, জ্যাঁক ডেলরস ইন্সটিটিউটের সেবাসটিয়েন মেইলার্ড বলেন যে এটি ইউরোপীয় নীতিরও একটি বিষয়। তিনি বলেন, “আমরা প্রতিদিনই রাশিয়ার গ্যাস এবং রাশিয়ার কয়লা কিনছি এবং ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধটি কিনছি (অর্থায়ন করছি)”। ইইউ-তে যোগদানের জন্য ইউক্রেনের পাশাপাশি জর্জিয়া এবং মলডোভার করা আবেদনগুলোও নিরীক্ষা করে দেখবে ২৭ সদস্য বিশিষ্ট এই জোটটি । তবে, যোগদানের প্রক্রিয়াটি খুব দ্রুত করা হলেও তাতে কয়েক বছর পর্যন্ত সময় লাগতে পারে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply