SponsorSlider

বিশ্ব

জাতীয়

রাজনীতি


খেলাধুলা

বিনোদন

ফিচার


যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » ঠেলায় পড়লে সিংহও গাছে ওঠে!
ঠেলায় পড়লে সিংহও গাছে ওঠে! (ভিডিওসহ) কেবল বিড়াল নয়, ঠেলায় পড়লে যে ‘বড়’ বিড়ালেরও গাছে উঠে পড়তে কোনো আপত্তি থাকে না, তার জ্বলজ্যান্ত প্রমাণ মিলল। খোদ পশুরাজকেও থরহরি কম্পমান হয়ে গাছে চড়তে দেখা গেল। মুহূর্তেই ভাইরাল হলো ভিডিওটি।
আসলে সিংহ যতই পশুরাজ হোক, বেগতিক দেখলে প্রাণভয়ে কম্পমান জঙ্গলের কোনো ছোটখাটো প্রাণীর মতো তাকেও অসহায় হয়ে পড়তে দেখা যায়। আফ্রিকার একটি ভিডিওই তার সাক্ষী। অবশ্য এর আগেও এ ধরনের নানা ভিডিও দেখা গেছে। কিন্তু এই ভিডিওটি যে স্পেশাল, তা মানছেন সবাই। সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে ভিডিওটি। ভিডিওতে দেখা গেছে, গাছের মগডাল থেকে দূরে থাকলেও মাটি থেকে অনেকটাই উপরে উঠে পড়েছে সিংহটি। অসহায় কাতর ভঙ্গিতে সে জড়িয়ে রেখেছে গাছটিকে। দূরে রয়েছে সারি সারি বুনো মহিষের দল! সিংহটিকে দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে, সে খুব একটা ভালো অবস্থায় নেই। যে কোনো মুহূর্তেই হয়তো পড়ে যেতে পারে। ভিডিও ক্লিপটি যেখানে শেষ হচ্ছে, সেখানে মনে হচ্ছে সিংহটি বোধহয় একটু একটু করে তার নিয়ন্ত্রণ হারাচ্ছে। আরও পড়ুন: গল্প নয় বাস্তব, হিংস্র সিংহকে পরাস্ত করল কচ্ছপ তবে শেষ পর্যন্ত কী হয়েছে, সিংহটি সেযাত্রা মহিষের হাত থেকে রক্ষা পেয়েছে কিনা তা অবশ্য জানা যায়নি। এমনকী, ভিডিওটি আফ্রিকার কোন জঙ্গলের তাও অজানা। তবে ওই ছোট্ট ক্লিপ দেখেই চমকে গেছেন নেটিজেনরা। অরণ্য প্রকৃতিতে যে সিংহের মতো দোর্দণ্ডপ্রতাপ পশুকেও প্রতিনিয়ত সংগ্রাম করতে হয় সেই কথাই মনে করিয়ে দিচ্ছে ওই ভিডিও। আসলে বুনো মহিষের দঙ্গলকে খুব ভয় করে জঙ্গলের সব প্রাণীই। তালিকায় রয়েছে খোদ সিংহও। একসঙ্গে অতগুলো মহিষকে সামলাতে পারে না তারাও। এর আগে ২০১৫ সালেও একটি ভিডিও ভাইরাল হয়েছিল। সেখানেও বুনো মহিষের তাড়া খেয়ে একটি সিংহকে প্রাণ বাঁচাতে গাছে উঠে পড়তে দেখা যায়। আসলে সেখানেও দেখা যায়, গাছের নিচে দল বেঁধে দাঁড়িয়ে রয়েছে মহিষের দল। কোনো তাড়া নেই। তারা শান্তভাবে অপেক্ষা করছে কখন গাছ থেকে খসে পড়বে পশুরাজ। সেই দৃশ্যই ফের মনে করাল নতুন ভাইরাল ভিডিওটি। সূত্র: সংবাদ প্রতিদিন


«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply