Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » শেন ওয়ার্নের মৃত্যুতে শোকস্তব্ধ ক্রিকেটবিশ্ব




শেন ওয়ার্নের মৃত্যুতে শোকস্তব্ধ ক্রিকেটবিশ্ব

কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্নের বিদায়ে শোকস্তব্ধ পুরো ক্রিকেটবিশ্ব। শুক্রবার থাইল্যান্ডে মাত্র ৫২ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমান অস্ট্রেলিয়ার এই কিংবদন্তি। শেন ওয়ার্নের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিশ্বের সাবেক ও বর্তমান তারকারা। পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার ও ক্রিকেট ইতিহাসের দ্রুতগতির পেসার শোয়েব আখতার টুইটারে লিখেছেন- এই মুহূর্তে শুনলাম মর্মান্তিক খবরটা। কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্ন আমাদের মাঝে আর নেই। আমি কতটা মর্মাহত বলে বুঝাতে পারব না। শেন একজন কিংবদন্তি এবং অসাধারণ ক্রিকেটার ছিলেন। মানুষ হিসেবেও ছিলেন অমায়িক। ভারতীয় সাবেক তারকা ক্রিকেটার ওয়াসিম জাফর লিখেছেন- শেন ওয়ার্ন আর নেই এটা আমার মন মেনে নিতে পারছে না। সে খুব তাড়াতাড়ি চলে গেছে। শেন ওয়ার্ন যখনই উইকেটে এসেছেন, ক্রিকেট খেলায় পরিবর্তন এসেছে। শ্রীলংকান কিংবদন্তি ক্রিকেটার কুমার সাঙ্গাকারা টুইটারে লিখেছেন- শেন ওয়ার্নের খবর শুনে আমি হতবাক। সে একজন ভালো মানের বন্ধু। তার মৃত্যুর খবরটি বিশ্বাস করতে পারছি না। বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও দলটির তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম টুইট বার্তায় বলেছেন, শেন ওয়ার্ন আর নেই, এমন খবর শুনে আমি হতবাক। কিংবদন্তি খুব তাড়াতাড়ি চলে গেছে। পাকিস্তানের অধিনায়ক বাবর আজম টুইটারে লিখেছেন, এটা বিশ্বাস করা কঠিন। শেন ওয়ার্নের চলে যাওয়া ক্রিকেট বিশ্বের জন্য বড় ক্ষতি। তিনি আক্ষরিক অর্থেই জাদুকরি একজন লেগ স্পিনার ছিলেন। তিনি প্রজন্মকে অনুপ্রাণিত করেছেন। আপনাকে অনেক মিস করব। আপনার জন্য আমার হৃদয়ে ভালোবাসা ও প্রার্থনা থাকবে। ভারতের সাবেক তারকা অলরাউন্ডার ইরফান পাঠান টুইট বার্তায় লিখেন, শেন ওয়ার্ন এমন একজন অধিনায়ক ছিলেন যাকে বিশ্বের সবাই সম্মান করতেন। এই খবর মেনে নেওয়া খুব কঠিন। তার পরিবার ও প্রিয়জনদের প্রতি আমার সমবেদনা।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply