Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » 'Dead Hand' এই এক অস্ত্রেই পশ্চিমের দেশগুলোকে মূহুর্তে নিশ্চিহ্ন করতে পারেন পুতিন!




সূত্রের খবর, গোটা বিশ্বে এখন একটাই 'ডেড হেড' (Dead Hand) সিস্টেম রয়েছে। এর সাহায্যে একসঙ্গে ৩০টিরও বেশি পারমাণবিক অস্ত্র নিক্ষেপ করতে পারবেন রুশ প্রেসিডেন্ট ( President of Russia)। নিজস্ব প্রতিবেদন: রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে (Russia Ukraine War) ঘিরে তৃতীয় বিশ্বযুদ্ধের (World War 3) আশঙ্কা করছেন অনেকে। আন্তর্জাতিক মহলের চাপের মুখেও ক্রমাগত পারাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়ে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাডিমির পুতিন (Vladimir Putin, President of Russia)। এখন প্রশ্ন, কীভাবে এই হুঁশিয়ারি দিচ্ছেন পুতিন? এত সাহস তিনি পাচ্ছেন কোথা থেকে? সূত্রের খবর, মাত্র তিন বছর আগে এমন একটি পারমণবিক অস্ত্র হাতে পেয়েছেন রুশ প্রেসিডেন্ট। যা নাকি নাকি ক্রেমলিনের তুরুপের শেষ তাস। যাটা নিমেষে ধূলিস্মাৎ করে দিতে পারে পশ্চিমের রাষ্ট্রগুলোকে। বদলে দিতে পারে পৃথিবীর একাংশের মানচিত্র। অনেকে এই পারমাণবিক সমোরাস্ত্রকে 'ডেড হেড' (Dead Hand) বলে সম্মোধন করেন। জানা গিয়েছে, এই 'ডেড হেড' (Dead Hand) আসলে ঠান্ডা যুদ্ধের সময়ে আবিষ্কৃত অটোমেটিক নিউক্লিয়ার ওয়েপনস কন্ট্রোল সিস্টেম (automatic nuclear weapons control system)। যার নিয়ন্ত্রণে রয়েছে রাশিয়ার সবচেয়ে শক্তিশালী পারমাণবিক অস্ত্রগুলো। ওই একটা বোতামে চাপ দিলেই একসঙ্গে ৩০টিরও বেশি পারমাণবিক অস্ত্র নিক্ষেপ করতে পারবেন রুশ প্রেসিডেন্ট ( President of Russia)। সূত্রের খবর, গোটা বিশ্বে এখন একটাই 'ডেড হেড' (Dead Hand) সিস্টেম রয়েছে। কয়েক বছর আগে যা আপগ্রেড করা হয়েছে। ২০১১-তে সর্বপ্রথম এই সিস্টেমের কথা প্রকাশ্যে আনেন তৎকালীন রুশ কমান্ডার Sergei Karakaev। মনে করা হয়, দক্ষিণ মস্কোর কোনও সেনা বাঙ্কারে লুকিয়ে রাখা হয়েছে এই 'ডেড হেড' (Dead Hand) সিস্টেমকে। তবে এর যথাযথ অবস্থান জানে না কেউই।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply