SponsorSlider

বিশ্ব

জাতীয়

রাজনীতি


খেলাধুলা

বিনোদন

ফিচার


যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » পাড়ার দাদা নগ্ন করিয়ে শরীর দেখত!’ কঙ্গনা মুখ খুললেন ‘খারাপ স্পর্শ' নিয়ে
পাড়ার দাদা নগ্ন করিয়ে শরীর দেখত!’ কঙ্গনা মুখ খুললেন ‘খারাপ স্পর্শ' নিয়ে বোধ হওয়ার আগেই যৌন লালসার শিকার হয় অনেক শিশু। যেমনটা হয়েছিলেন কঙ্গনাও। ছোটবেলার কিছু স্মৃতি ভয়াবহ। অভিভাবকরা যতই আগল

ে রাখুন, এ সমাজে খারাপ স্পর্শ এবং যৌন হেনস্থা পেরিয়ে শিশুদের বড় হতে হয়। লোলুপ হাত ছুঁয়ে যায় কচি প্রত্যঙ্গ। বোধ হওয়ার আগেই বড়দের যৌন লালসার শিকার হয় অনেক শিশু। যেমনটা হয়েছিলেন 'লক আপ'-এর সঞ্চালিকা তথা বলিউড অভিনেত্রী কঙ্গনা রানউতও। সেই ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন তিনি। 'কুইন'-এর নায়িকা জানান, তিনি তখন এক্কেবারে ছোট। পাড়ারই একটি ছেলে কত ছুতোয় তাঁকে খারাপ ভাবে স্পর্শ করেছে, বুঝতেও পারেননি। এ দিকে ছেলেটি তখন বয়ঃসন্ধির দোরগোড়ায়। নিজের যৌনতার ধারাপাত নিয়ে মশগুল। ছোট্ট কঙ্গনার শরীর ঘুরিয়ে ফিরিয়ে দেখে সে পাঠ নিতে চাইত নিভৃতে। Advertisement Advertisement আরও পড়ুন যৌন হেনস্থা, গর্ভপাত...অতীত নয়, কণ্ঠের জন্য পাক-শিল্পীর আখতারিকে স্মরণ গ্র্যামি-মঞ্চে কঙ্গনা অকপটে জানান, তাঁকে সেই ছেলেটি ডেকে নিয়ে যেত নিজের ঘরে। তার পর জামা খুলিয়ে নগ্ন শরীর দেখত। সে সবের মর্ম তখন বুঝতে পারেননি অভিনেত্রী। তাঁর বয়সী আরও অনেক ছোট্ট মেয়ের সঙ্গেও একই ঘটনা ঘটেছে বলে জানান তিনি। তবে সে সব শিশুমনে দাগ কাটে। বড় হয়ে যাওয়ার পর ধীরে ধীরে স্পষ্ট হয়, বোঝা যায়, ঠিক কী হয়ে গিয়েছে। কঙ্গনা প্রশ্ন ছুড়ে দেন, " উল্টে সেই সব শিশুদের অপরাধবোধে ভুগতে হয় কেন? শিশুদের এমন সংকটে কেন ফেলে এই সমাজ?" 'লক আপ'-এর মতো রিয়্যালিটি শো ইতিমধ্যেই সাড়া ফেলেছে। যেখানে নিজের উপস্থিতির মেয়াদ বাড়ানোর একমাত্র উপায় হল গোপন কথা সবার সঙ্গে ভাগ করে নেওয়া। সে জন্য লড়ে চলেছেন কয়েদিরা। কঙ্গনার মজার জেলখানা ছেড়ে কেউই বেরিয়ে যেতে চান না। অভিনেত্রী নিজেও অকপটে মনের কথা বলে বাকিদের উৎসাহ দেন।


«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply