Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ, কার শিরোপা বেশি




তর্কসাপেক্ষে কিংবা সেটা ব্যতিরেকেই অনেকে রিয়াল মাদ্রিদকে পৃথিবীর শ্রেষ্ঠ ক্লাব বলে মানেন। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফাও স্প্যানিশ এই ক্লাবকে শতাব্দীর সেরা ক্লাব বলে অ্যাখ্যায়িত করেছে। লস ব্লাঙ্কোসদের সবচেয়ে প্রতিদ্বন্দ্বী বলা হয় বার্সেলোনাকে। এ দুই ক্লাবের মধ্যে তাই হরহামেশাই চলে তুলনা। সমর্থকদের জিজ্ঞাসা- কে এগিয়ে, আর কে-ই বা পিছিয়ে! ফুটবলবিষয়ক জনপ্রিয় সাইট গোল ডটকম জানাচ্ছে, রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনার মধ্যকার তুলনায় শিরোপার সংখ্যায় এগিয়ে প্রথম ক্লাবটি। ফুটবল ইতিহাসে এ পর্যন্ত ৯৩টি শিরোপা জিতেছে তারা, বার্সার শিরোপার সংখ্যা ৯২টি। এ মৌসুমে ঘরোয়া লিগের শিরোপা তথা লা লিগা জিতে কাতালান ক্লাবটির সঙ্গে ব্যবধান আরও বাড়ানোর সুযোগ পাচ্ছে রিয়াল। লিগ শিরোপা থেকে আর মাত্র ৪ পয়েন্ট দূরে তারা। আরও পড়ুন: বার্সার পর এবার ওয়েস্ট হ্যামকে হারাল ফ্রাঙ্কফুর্ট লা লিগা জেতার ক্ষেত্রেও এগিয়ে রিয়াল মাদ্রিদ। মাদ্রিদের ৩৪টি লা লিগার বিপরীতে বার্সার শিরোপা ২৬টি। চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের ১৩ ট্রফি থাকলেও বার্সা মর্যাদাপূর্ণ এই শিরোপা শোকেসে পুড়েছে ৫ বার। অন্যদিকে বার্সা ৩১ উপলক্ষ্যে কোপা দেল রে জিতলেও রিয়াল মাদ্রিদ ১৯ বার এই ট্রফি ঘরে তুলেছে। আরও পড়ুন: বদলে যাওয়া বেনজেমার প্রতিদ্বন্দ্বী নেই কেউ ১৯০২ সালের ৬ মার্চ চূড়ান্তভাবে গোড়াপত্তন ঘটে রিয়াল মাদ্রিদের। ‘মাদ্রিদ ‍ফুটবল ক্লাব’ নামে যাত্রা শুরু হয় তাদের। ১৯২০ সালে এটিকে রিয়াল মাদ্রিদ হিসেবে নামকরণ করেন কিং ত্রয়োদশ আলফনসো। স্প্যানিশ ভাষায় রিয়াল মানে রয়্যাল বা রাজকীয়। অন্যদিকে বার্সার যাত্রা শুরু হয় ১৮৯৯ সালের ২৬ নভেম্বর। প্রতিষ্ঠাকালে এই ক্লাবের নাম ছিল ‘ফুট-বল ক্লাব বার্সেলোনা’।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply