Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » খেরসনে চালু হচ্ছে রুশ মুদ্রা রুবল




ইউক্রেনের খেরসন দখল করার পর সেখানে নিজ দেশের মুদ্রা রুবল চালু করতে যাচ্ছে রাশিয়া। আগামী পহেলা মে থেকেই শহরটিতে মুদ্রা হিসেবে চালু হবে রুবল। রুশ বার্তা সংস্থা আরআইএ এমন খবর দিয়েছে। স্থানীয় কিরিল স্ট্রেমাওসভ নামের এক কর্মকর্তা বলেন, রুশ মুদ্রার পাশাপাশি ইউক্রেনীয় মুদ্রা হ্রিভনিয়াও চলবে। তবে ৪ মাসের মধ্যে খেরসনে পুরোপুরি রুশ মুদ্রার প্রচলন হবে। ইউক্রেনকে নিরস্ত্রীকরণ ও নতুন নাৎসিদের দমন করতে গেল ২৪ ফেব্রুয়ারি সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর এটিই হবে সেখানে রাশিয়ার রুবল চালুর প্রথম পদক্ষেপ। এর আগে গত মঙ্গলবার খেরসন পুরোপুরি রুশ সামরিক বাহিনীর দখলে চলে আসার ঘোষণা দেওয়া হয়েছে। যদিও গত মার্চের শুরুতেই খেরসনের আঞ্চলিক প্রশাসনিক ভবন দখলের দাবি করেছিল পুতিন বাহিনী। আরও পড়ুন: ইউক্রেনের একটি শহর দখলে নিল রাশিয়া কৃষ্ণসাগর উপকূলবর্তী খেরসন অঞ্চলটি রাশিয়ার কাছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। এ শহর দিয়েই রাশিয়ার অধিকৃত ক্রিমিয়া অঞ্চলের সঙ্গে ইউক্রেনের পূর্বের রুশপন্থী বিচ্ছিন্নতাবাদী অঞ্চলগুলোর সংযোগ আছে। এদিকে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকে সামরিক, অর্থনৈতিক ও মানবিক সহায়তায় তিন হাজার ৩০০ কোটি ডলার দিতে কংগ্রেসের কাছে অনুরোধ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। যদিও যুক্তরাষ্ট্র রাশিয়ায় হামলা করতে যাচ্ছে না বলে তিনি জোর দিয়ে দাবি করেছেন। বাইডেন বলেন, এই চুক্তির অনুমোদন দেওয়া মার্কিন আইনপ্রণেতাদের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এতে রাশিয়ার অভিযান থেকে ইউক্রেন নিজেকে রক্ষা করতে পারবে। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দেওয়া মার্কিন প্রেসিডেন্টের প্রস্তাবে দুই হাজার কোটি ডলার সামরিক, সাড়ে ৮০০ কোটি ডলার অর্থনৈতিক ও ৩০০ কোটি ডলার মানবিক সহায়তার কথা বলা হয়েছে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply