Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » মারিউপোলের কাছে ৮৫ মিটার দীর্ঘ গণকবরের সন্ধান




ইউক্রেনের বুচা শহরের পর এবার মারিউপোলের কাছে প্রায় ৮৫ মিটার দীর্ঘ গণকবরের সন্ধান পাওয়া গেছে। স্যাটেলাইট চিত্রে চিহ্নিত হওয়া এই গণকবরে প্রায় ২০০ মানুষেকে মাটিচাপা দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিবিসি জানায়, যুক্তরাষ্ট্রভিত্তিক মাক্সার টেকনোলজিস তাদের স্যাটেলাইট চিত্র পর্যালোচনা করে বলেছে, মার্চের শেষ দিক থেকে গণকবরটির পরিসর বাড়তে শুরু করেছিল। ইউক্রেনের স্থানীয় কর্মকর্তারা অভিযোগ করে বলেন, রাশিয়ার সেনাদের হাতে নিহত মারিউপোলের বাসিন্দাদের এই গণকবরে সমাহিত করা হয়েছে। তবে মস্কো এ বিষয়ে এখনও কোনও মন্তব্য করেনি। গণকবরটি মারিউপোল শহরের প্রায় ২০ কিলোমিটার পশ্চিমে মানহুশ নামক একটি গ্রামের কাছে। মাক্সার বলছে, গণকবরটিতে চারটি ভাগে সারিবদ্ধ কবর আছে, যা প্রায় ৮৫ মিটার দীর্ঘ। তবে বিবিসি স্যাটেলাইটের এই ছবিগুলো নিরপেক্ষভাবে যাচাই করতে পারেনি। এর আগে এক বিবৃতিতে মারিউপোলের সিটি কাউন্সিল অভিযোগ করেছিল, রুশ বাহিনী ওই একই জায়গায় বেসামরিক নাগরিকদের কবর দিচ্ছে। তারা বলেছিল, রুশ বাহিনী পরিখা খনন করছে, মরদেহ নিয়ে যেতে লরি ব্যবহার করছে। আকাশ থেকে নেয়া নিজস্ব একটি ছবিও প্রকাশ করেছিল সিটি কাউন্সিল। তারা বলেছিল, পাশের সমাধিক্ষেত্রের চেয়ে গণকবরটি ইতোমধ্যেই দ্বিগুণ বড় হয়ে গেছে। সিটি মেয়র ভাদিম বোইচেঙ্কো বলেছেন, মারিউপোলে হাজার হাজার বেসামরিক নাগরিক নিহত হয়ে থাকতে পারে। তবে ইউক্রেন ও এর পশ্চিমা মিত্রদের ব্যাপকহারে বেসামরিক নাগরিক হত্যার অভিযোগ অস্বীকার করে আসছে রাশিয়া। কয়েক সপ্তাহের বোমাবর্ষণ ও লড়াইয়ের পর মারিউপোলের অধিকাংশ এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে রুশ সেনারা। তবে সেখানকার আজভস্তাইল ইস্পাত কারখানায় কিছু ইউক্রেনীয় সেনা এখনও অবরুদ্ধ হয়ে আছেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেখানে অভিযান চালানোর পরিকল্পনা বাতিলের নির্দেশ দিয়েছেন। এর পরিবর্তে সেনাদেরকে কারখানাটি অবরুদ্ধ করে রাখতে বলেছেন। সূত্র- বিবিসি।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply