Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » ইবাদত-মেহেদীর বোলিংয়ে বাংলাদেশের স্বস্তি




ইবাদত-মেহেদীর বোলিংয়ে বাংলাদেশের স্বস্তি

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ। ডারবান টেস্টের চতুর্থ দিনের প্রথম সেশন মোটেই ভালো কাটেনি বাংলাদেশের। শুরুর সেশনে দক্ষিণ আফ্রিকার মাত্র একটি উইকেট নিতে পেরেছে বাংলাদেশ। দ্বিতীয় সেশনেও ব্যাট হাতে শক্ত প্রতিরোধ গড়ে প্রোটিয়া ব্যাটাররা। জমে ওঠে ডিন এলগার ও কিগান পিটারসেনের দ্বিতীয় জুটি। অবশেষে জমে যাওয়া এই জুটি ভেঙেছেন তাসকিন আহমেদ। এরপর আরো দুটি উইকেট তুলে নিয়েছেন মেহেদী হাসান মিরাজ ও ইবাদত হোসেন। ডিন এলগারকে এলবির ফাঁদে ফেলে সাজঘরে পাঠিয়েছেন তাসকিন। ১০২ বলে সাত বাউন্ডারিতে ৬৪ রান করে সাজঘরে ফিরেছেন প্রোটিয়া অধিনায়ক। এরপর পিটারসেনকে ৩৬ রানে আউট করেছেন মিরাজ। আর বাভুমাকে ৪ রানে ফিরিয়েছেন ইবাদত। টেস্টের চতুর্থ দিন আজ বাংলাদেশের মূল লক্ষ্য ছিল প্রোটিয়াদের দ্রুত থামানো। কিন্তু, সে লক্ষ্যের প্রতিফলন তেমন মাঠে ফলাতে পারছে না বাংলাদেশ। দিনের প্রথম দেড় ঘণ্টায় উইকেটের দেখাই পায়নি বাংলাদেশ। এরপর প্রথম সেশনে ইবাদতের হাত ধরে আসে প্রথম সাফল্য। দক্ষিণ আফ্রিকার ওপেনার এরউইয়াকে আউট করে প্রথম উইকেট এনে দিলেন ইবাদত। দলীয় ৪৮ রানে প্রথম উইকেট হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। তাদের লিড এরই মধ্যে দুইশত রান ছাড়িয়েছে। তবে ওই একটি উইকেটের পর প্রথম সেশনে আর কোনো উইকেট পায়নি বাংলাদেশ। ডারবানে গতকাল শনিবার টেস্টের তৃতীয় দিনের শেষ সেশনেই বাংলাদেশকে থামিয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকা। এরপর ৬৯ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে স্বাগতিকেরা। মোট ৭৫ রানে এগিয়ে থেকে আজ রোববার টেস্টের চতুর্থ দিন শুরু করেছে দক্ষিণ আফ্রিকা। আজ চতুর্থ দিন বাংলাদেশের লক্ষ্য—যেভাবেই হোক দ্রুত থামাতে হবে দক্ষিণ আফ্রিকাকে। নয়তো লিডের সংখ্যা আরও বাড়িয়ে নেবে প্রোটিয়ারা। দ্রুত থামানোর পাশাপাশি রান চেকও দিতে হবে বাংলাদেশের বোলারদের। তরুণ ব্যাটার মাহমুদুল হাসান জয়ের রেকর্ডময় সেঞ্চুরিতে ডারবানে গতকাল তৃতীয় দিনের প্রায় আড়াই সেশন লড়াই করেছে বাংলাদেশ। তবুও টপকাতে পারেনি দক্ষিণ আফ্রিকার ইনিংস। প্রথম ইনিংসে ২৯৮ রান তুলতে পেরেছে বাংলাদেশ। ফলে ৬৯ রানের লিড পায় প্রোটিয়ারা। গতকাল তৃতীয় দিনই দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে দক্ষিণ আফ্রিকা। তবে বৃষ্টির বাগড়ার কারণে দিনের পুরো খেলা মাঠে গড়ায়নি। দিনের কয়েক ওভার বাকি রেখেই শেষ হয় তৃতীয় দিনের লড়াই। তৃতীয় দিন শেষে বিনা উইকেটে দ্বিতীয় ইনিংসে ৬ রান তোলে দক্ষিণ আফ্রিকা। উইকেটে অপরাজিত থেকে আজ দিন শুরু করেন দুই ওপেনার ডিন এলগার ও এরউইয়া। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকাকে ৩৬৭ রানে থামায় মুমিনুল হকের দল। বিপরীতে প্রথম ইনিংসে ২৯৮ রান করেছে বাংলাদেশ। বাংলাদেশের হয়ে সেঞ্চুরি করা মাহমুদুল হাসান জয় খেলেছেন ১৩৭ রানের ইনিংস। ৩২৬ বলে তাঁর ইনিংসে ছিল ১৫টি বাউন্ডারি ও দুটি ছক্কা। এ ছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ৪১ রান করেছেন লিটন দাস






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply