Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » দোনেৎস্কের আরেকটি শহর দখল করল রাশিয়া




দোনেৎস্কের আরেকটি শহর দখল করল রাশিয়া

রাশিয়ার সেনারা ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের বাখমুত বিভাগের সোভিতলোদার্স্ক শহর দখল করেছে বলে জানিয়েছে গণমাধ্যম বিবিসি। ইউক্রেনের কর্মকর্তা ও পূর্ব ইউক্রেনের স্বঘোষিত দোনেৎস্ক পিপলস রিপাবলিকের ফোর্সের বরাত দিয়ে এমন খবর জানায় বিবিসি।। সোভিতলোদার্স্ক সেনা প্রশাসনের প্রধান সের্গেই গোসকো ইউক্রেনের একটি রেডিও স্টেশনকে মঙ্গলবার বলেন, আজ খুব সকালে রাশিয়ার সেনার শহরে প্রবেশ করে। রেডিও স্টেশনটিকে সেনা প্রশাসনের প্রধান সের্গেই গোসকো আরও বলেন, বর্তমানে তারা প্রশাসনিক ভবনে তাদের পতাকা উড়াচ্ছে। এদিকে যুদ্ধ শুরু হওয়ার আগে সোভিতলোদার্স্ক শহরটিতে ১১ হাজার মানুষ বাস করতেন। রাশিয়ার সেনাদের সোভিতলোদার্স্ক শহর দখল করার সত্যতা অবশ্য যাচাই করতে পারেনি বিবিসি। বর্তমানে রাশিয়া ইউক্রেনের দোনবাসে তাদের কথিত বিশেষ সামরিক অভিযান চালাচ্ছে। দোনবাসে রয়েছে দোনেৎস্ক ও লুহানেস্ক অঞ্চল। বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, বর্তমানে লুহানেস্কের প্রায় ৯৫ রাশিয়া ও রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীদের দখলে চলে এসেছে। অপরদিকে দোনেৎস্কের শহরগুলোও দখল করার প্রাণপণ চেষ্টা চালাচ্ছে রুশ বাহিনী। শোনা যাচ্ছে, দোনেৎস্ক ও লুহানেস্ক পুরোপুরি দখল করার পর রাশিয়ার বিজয় ঘোষণা করবেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সূত্র: বিবিসি






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply