Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » ফের কেকেহার! ৭৫ রানে লজ্জার হার, প্লে-অফ থেকে ক্রমশ দূরে সরছে কলকাতা




ফের কেকেহার! ৭৫ রানে লজ্জার হার, প্লে-অফ থেকে ক্রমশ দূরে সরছে কলকাতা

১৮ ওভারের শেষে লখনউয়ের রান ছিল ৪ উইকেটে ১৪২। খেলার রাশ ছিল কলকাতার হাতেই। কিন্তু সেই রাশই কার্যত লখনউকে উপহার দিয়ে বসলেন মাভি। স্টুয়ার্ট ব্রড হওয়া হল না শিবম মাভির। কুড়ি ওভারের ক্রিকেটেই ব্রডকে এক ওভারে ৬ ছক্কা হাঁকিয়ে ছিলেন যুবরাজ সিংহ। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে এক ওভারে মাভি খেলেন ৫ ছক্কা। লোকেশ রাহুলদের ইনিংসের ১৯তম ওভারের প্রথম তিন বলে ছয় মারলেন মার্কাস স্টোইনিস। চতুর্থ বলে তিনি বাউন্ডারি লাইনে ধরা পড়লেন শ্রেয়স আয়ারের হাতে। শেষ দু’বল আবার গ্যালারিতে পাঠালেন জেসন হোল্ডার। ৩০ রান দিয়ে ম্যাচের রাশটাই আলগা করে দিলেন মাভি। লখনউ সেই সুযোগে রান বাড়িয়ে নিয়ে কলকাতার সামনে লক্ষ্য রাখল ১৭৭ রানের। জবাবে কলকাতার ইনিংস গুটিয়ে গেল ১০১ রানে। লখনউয়ের ইনিংসের শুরুতে ঝড় তোলেন কুইন্টন ডি’কক। প্রোটিয়া উইকেটরক্ষক-ব্যাটার ২৯ বলে ৫০ করলেন ৩টি ছয় এবং ৪টি চারের সাহায্যে। অধিনায়ক রাহুল শুরুতেই রান আউট হলেও তার প্রভাব পড়তে দিলেন না তিন নম্বরে নামা দীপক হুডা। তিনি করলেন ২৭ বলে ৪১ রান। মারলেন ২টি ছয়, ৪টি চার। লখনউয়ের মাঝের ব্যাটাররা অবশ্য তেমন রান পেলেন না। ক্রুণাল পাণ্ড্য (২৭ বলে ২৫), আয়ুষ বাদোনিরা (১৮ বলে অপরাজিত ১৫) ব্যাট হাতে ঝড় তুলতে পারলেন না। ভাল বল করলেন আন্দ্রে রাসেল, সুনীল নারাইনরা। রাসেল ৩ ওভারে ২২ রান দিয়ে নিলেন ২ উইকেট। তাঁর শিকার ক্রুণাল এবং দীপক। নারাইন ২০ রান খরচ করে আউট করলেন কককে। টিম সাউদি ভাল বল করলেন। কিউয়ি জোরে বোলার ২৮ রান দিয়ে হোল্ডারের উইকেট নিলেন।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply