SponsorSlider

বিশ্ব

জাতীয়

রাজনীতি


খেলাধুলা

বিনোদন

ফিচার


যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » বরকে ‘দখলে’ রাখছেন ক্যাটরিনা? ভিকির সঙ্গে উষ্ণ ছবিতে যেন তারই ইঙ্গিত!
বরকে ‘দখলে’ রাখছেন ক্যাটরিনা? ভিকির সঙ্গে উষ্ণ ছবিতে যেন তারই ইঙ্গিত! শনিবার সাতসকালে ইনস্টাগ্রাম তোলপাড়! সুইমিং পুলে জলে ভেজা ক্যাটরিনা আষ্টেপৃষ্টে জড়িয়ে শার্টবিহীন ভিকিকে! উষ্ণ ছবিতে ভরপুর প্রেমের উত্তাপ। অনুরাগীরাও আত্মহারা। ছবির সঙ্গে ভিকি-ঘরনির ক্যাপশন, ‘মি অ্যান্ড মাইন’। বাংলা তর্জমা করলে দাঁড়ায়— ‘আমি ও আমার’। ‘প্রেমের ফাঁদ পাতা ভুবনে/ কে কোথা ধরা পড়ে কে জানে!’ আর সে ভুবন যদি হয় বলিউড, যখন-তখন ধরা পড়েই যান তারকারা! সে বিবাহিতই হোন বা অবিবাহিত, প্রেমের গুঞ্জনে সর্ব ক্ষণই সরগরম টিনসেল নগরী! তেমন কিছু ঘটার আগেই কি সদ্যবিবাহিত স্বামী ভিকি কৌশলকে ঘেরাটোপে আগলে রাখতে চান ক্যাটরিনা কইফ? শনিবার সাতসকালে ইনস্টাগ্রাম তোলপাড়! সুইমিং পুলে জলে ভেজা ক্যাটরিনা আষ্টেপৃষ্টে জড়িয়ে শার্টবিহীন ভিকিকে! উষ্ণ ছবিতে ভরপুর প্রেমের উত্তাপ। অনুরাগীরাও আত্মহারা। ছবির সঙ্গে ভিকি-ঘরনির ক্যাপশন, ‘মি অ্যান্ড মাইন’। বাংলা তর্জমা করলে দাঁড়ায়— ‘আমি ও আমার’। যেন জোর গলায় সকলকে জানিয়ে দেওয়া, ‘এই যে পুরুষটিকে দেখছেন, সে আমারই।


«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply