Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » কাবার সম্প্রসারণে প্রায় দুই কোটি মুসল্লির নামাজ আদায়




রমজানে মক্কার মসজিদুল হারামে তৃতীয় সম্প্রসারণে এক কোটি ৯০ লাখ মুসল্লি নামাজ আদায় করেছেন। সৌদি বার্তা সংস্থা এসপিএ এমন খবর দিয়েছে। কাবার সম্প্রসারণে প্রায় দুই কোটি মুসল্লির নামাজ আদায় কাবা শরিফের তৃতীয় সৌদি সম্প্রসারণ প্রশাসনের পরিচালক ওয়ালিদ আল-মাসুদি বলেন, প্রথমবারের মতো মুসল্লিদের জন্য সম্প্রসারণের তৃতীয় ধাপ খুলে দেওয়া হয়েছে। এতে ৮০টি নতুন নামাজের কক্ষ রয়েছে। আল-মাসুদি বলেন, সম্প্রসারিত ভবনের সব চত্বরে ছড়িয়ে পড়ে মুসল্লিরা নামাজ আদায় করেন। নিচতলা, প্রথম তলা, প্রথম ও দ্বিতীয় ফ্লোরের মধ্যবর্তী তলা, দ্বিতীয় ফ্লোরের ওপরে মধ্যবর্তী আরেকটি তলা, বারান্দা, উত্তর ও পশ্চিমের প্রশস্ত স্থানে মুসল্লিরা বিচরণ করেছেন। সে হিসাবে রমজান মাসে মোট ১ কোটি ৯০ লাখ মুসল্লি ভবনের সম্প্রসারিত অংশে নামাজ আদায় করেন। খবর আরবনিউজের আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে ঈদ সোমবার যখন বাদশাহ আবদুল আজিজ উপসাগরীয় দেশটিকে ঐক্যবদ্ধ ও সৌদি আরব প্রতিষ্ঠা করেন, তখন দুই পবিত্র মসজিদকে অগ্রাধিকার দেন। মসজিদ দুটিতে যাতে বিশেষ মনোযোগ দেওয়া হয়, তাও নিশ্চিত করেছেন আবদুল আজিজ। ১৯২৬ সালে তিনি মসজিদুল হারাম সংস্কারের নির্দেশ দেন। তখন মসজিদের পুরো চত্বর মার্বেল দিয়ে ঢেকে দিতে বলেন তিনি। সূর্যের তাপ থেকে মুসল্লিদের রক্ষায় মাতাফের জায়গায় তাঁবু স্থাপনের নির্দেশ দেন তিনি। সাফা ও মারওয়ার মাঝখানের এলাকায় পাথর বসিয়ে দেওয়ার ব্যবস্থা করেন আবদুল আজিজ। যাতে সাই করার সময়ে মুসল্লিদের অসুবিধায় পড়তে না হয়। আরও পড়ুন: আবুধাবিতে প্রবাসীদের ই-পাসপোর্ট পৌঁছে দিতে চায় বাংলাদেশ দূতাবাস বাদশাহ সৌদের ছেলে যখন সিংহাসনে বসেন, তখন মসজিদুল হারাম প্রায় ২৮ হাজার বর্গ কিলোমিটার জুড়ে ছিল। ১৯৫৫ সালে দীর্ঘমেয়াদে সম্প্রসারণ প্রকল্প শুরু করেন তিনি। যা পরবর্তী সময়ে ১০ বছর পর্যন্ত চলে। তখন সাই করার জায়গা বাড়ানো হয়েছে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply