Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » সাকিবকে যে সময়টায় বেশি দরকার তখনই পাই না : পাপন




‘সাকিবকে দলের সব ফরম্যাটে সবাই তাকে চায়, কিন্তু তাকে পাওয়াটা হচ্ছে কঠিন। আমরা আসলে নিজেরাই জানি না যে, সে কোনটা খেলবে কোনটা খেলবে না’- দিন তিনেক আগে সাকিব আল হাসানকে দলে পাওয়ার অনিশ্চয়তা নিয়ে এভাবেই কথা বলেছিলেন বিসিবি বস নাজমুল হাসান পাপন। সে পর্যন্ত অবশ্য শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে সাকিবকে পাওয়া যাচ্ছে বলেই খবর ছিল। তবে দুই দিন পর সেই চিত্র বদলে গেছে। করোনায় আক্রান্ত হয়ে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন সাকিব। দেশসেরা এই অলরাউন্ডারকে হারিয়ে বিসিবি বস নাজমুল হাসান আজ (১১ মে) গণমাধ্যমে আক্ষেপ নিয়ে বলেন, ‘এখন তো কিছু বলার বা করার নেই, আমাদের কপাল খারাপ আমরা তাকে পাচ্ছি না। যে সময়টায় সবচেয়ে বেশি দরকার হয় তাকে তখনই সাকিবকে পাই না আমরা।’ পরিবারের সঙ্গে সময় কাটিয়ে ফেরা সাকিবের গতকাল করোনা পজিটিভ ধরা পড়েন। এই মুহূর্তে নিজ বাসায় আইসোলেশনে আছেন সাকিব। পাঁচদিনের এই আইসোলেশন শেষ হবে আগামী ১৪ মে। এর একদিন পর চট্টগ্রামে শুরু শ্রীলঙ্কার বিপক্ষ প্রথম টেস্ট। বলা চলে, প্রথম টেস্টের দল থেকে ছিটকে গেছেন সাকিব। আচমকাই সাকিবকে হারিয়ে ফেলায় নিজেদের কপাল খারাপ বলে মনে করছেন বিসিবি বস। এরফলে দলও একজন ব্যাটসম্যান অথবা বোলার কম নিয়ে খেলতে হবে বলে জানিয়েছেন নাজমুল হাসান। বিসিবি বসের ভাষ্যে, ‘এটা আমাদের কপাল খারাপ, ব্যাড লাক আর কি। সাকিব না থাকাতে আমাদের একজন ব্যাটসম্যান অথবা বোলার কম নিয়ে খেলতে হবে। এটা টেস্টের জন্য একটা সমস্যা।’ তবে বিসিবি বস চাইছেন, সাকিবের জায়গায় শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে যিনি সুযোগ পাবেন, সে ক্রিকেটার যেন সুযোগের পুরো ব্যবহার করেন। নাজমুল হাসান আরও যোগ করেন, ‘সাকিবের জায়গায় যে আসবে, সে নিজেকে প্রমাণ করতে পারবে। এখনো বেশকিছু অভিজ্ঞ খেলোয়াড় আছে, তারা যদি খেলতে পারে, তাহলে কোনো দলের সঙ্গে আমাদের না জেতার কোনো কারণ নেই






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply