SponsorSlider

বিশ্ব

জাতীয়

রাজনীতি


খেলাধুলা

বিনোদন

ফিচার


যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » বঙ্গবন্ধু-রূপে আরিফিন শুভ, ‘মুজিব’ মুক্তি সেপ্টেম্বরে
বঙ্গবন্ধু-রূপে আরিফিন শুভ, ‘মুজিব’ মুক্তি সেপ্টেম্বরে

সিনেমাটির পোস্টার। ছবি : ইনস্টাগ্রাম থেকে বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর ‘মুজিব’ সিনেমা মুক্তি পাবে এ বছরের সেপ্টেম্বরে। বহুল আলোচিত এই সিনেমার পোস্টার প্রকাশ করে আজ এই তথ্য জানানো হয়েছে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিনেমাটির দ্বিতীয় পোস্টার আজ প্রকাশ হলো। সেই সঙ্গে জানানো হলো বহুল প্রতীক্ষিত মুক্তির মাস। চলতি মাসে পৃথিবীর অন্যতম প্রাচীন এবং প্রভাবশালী কান চলচ্চিত্র উৎসবে সিনেমাটির টিজার প্রকাশের কথা রয়েছে। মার্কিন সাময়িকী ভ্যারাইটিকে সিনেমাটির পরিচালক শ্যাম বেনেগাল জানিয়েছেন, বর্তমানে সিনেমাটি দীর্ঘ ভিএফএক্স প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে। এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘মুজিব’ সিনেমার অফিশিয়াল টিজার পোস্টার প্রকাশ করা হয়। পোস্টারে ১৯৭১ সালের ৭ মার্চে সোহরাওয়ার্দী উদ্যানে দেওয়া বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের মুহূর্তটিই তুলে ধরা হয়েছে। জনতার উদ্দেশে বঙ্গবন্ধুর হাত নাড়ার দৃশ্যটিই পোস্টারে রাখা হয়েছে। যদিও দেখানো হয়নি কারও লুক। ট্যাগ লাইনে লেখা, ‘একটি জাতির রূপকার’।


«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply