SponsorSlider

বিশ্ব

জাতীয়

রাজনীতি


খেলাধুলা

বিনোদন

ফিচার


যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » ভক্তদের জন্য শাহরুখের ঈদ সালামি, হতাশ করেননি সালমানও
ঈদের দিন শাহরুখ ও সালমান। টানা দুই বছর হয়নি; এবার যদি হয়। সেই আশা নিয়ে দুপুর থেকে জড়ো হয়েছে হাজার হাজার মানুষ, আর তা সামাল দিতে হিমসিম খেয়েছে মুম্বাই পুলিশ। না, এবার আর হতাশ করেননি বলিউড বাদশাহ। ভক্তদের ডাকে সাড়া দিয়ে সন্ধ্যা সাড়ে ছয়টার পর পড়ন্ত বিকেলে মান্নাতের ব্যালকনিতে চিরচেনা বাদশাহী রূপে হাজির শাহরুখ খান। সে সময় কিং খানের পরনে ব্লু ডেনিম আর ঘন নীল টি-শার্ট, চোখে সানগ্লাস; ভক্তদের উদ্দেশে হাত নাড়লেন শাহরুখ খান। জানালেন ঈদের শুভেচ্ছা। দু-হাত খুলে দিলেন আইকনিক এসআরকে পোজ। আর তাতেই যেন ভক্তরা পেয়ে গেলেন শাহরুখের ঈদ সালামি। সেই ছবি অন্তর্জালে শেয়ার করে ঈদের শুভেচ্ছা বার্তা জানিয়েছে উচ্ছ্বাস প্রকাশ করে শাহরুখ লিখেছেন, আপনাদের সবার সঙ্গে ঈদে দেখা হওয়া কত মধুর। হিন্দুস্তান টাইমসের খবর, ঈদের দিন ছোট ছেলে আব্রাহামকে সঙ্গে নিয়েই ভক্তদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সারেন শাহরুখ। শেষবার এমনটা দেখা গিয়েছিল ২০১৯ সালে ঈদে। শাহরুখ খান বর্তমানে তিন সিনেমার শুটে ব্যস্ত সময় পার করছেন, যার মধ্যে ‘পাঠান’ মুক্তি পাচ্ছে আগামী বছরের জানুয়ারিতে। হতাশ করেননি সালমানও বলিউডে ঈদ মানেই ভাইজানের সিনেমা, তবে এবার তেমনটা হয়নি। তাই বলে ভক্তদের হতাশ করেননি সালমান খান। মুম্বাইয়ের বাসভবনের সামনে হাজির হওয়া দর্শকদের দর্শন দিয়েছেন। ঘন নীল পাঠানি স্যুট পড়ে ভাইজান এসেছিলেন ব্যালকনিতে। মাত্র কয়েক সেকেন্ডের জন্য হাত নেড়েছেন। হিন্দুস্তান টাইমসের খবর, পরিবারের সঙ্গে ঈদে কাটিয়েছেন সালমান। এই বছর বাড়িতে কোনও পার্টি হচ্ছে না, তবে পরিবর্তে বোন অর্পিতা খান শর্মার বাড়িতে বসবে খান পরিবারের ইদের আসর


«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply