Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » নেইমারের জোড়া গোলে কোরিয়াকে উড়িয়ে দিলো ব্রাজিল




নেইমারের জোড়া গোলে কোরিয়াকে উড়িয়ে দিলো ব্রাজিল আন্তর্জাতিক প্রীতি ম্যাচে দক্ষিণ কোরিয়াকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে নেইমারের ব্রাজিল। সিউল ওয়ার্ল্ড কাপ স্টেডিয়ামে স্বাগতিক কোরিয়াকে ৫-১ গোল ব্যবধানে উড়িয়ে দিয়েছে সেলেসাওরা।

ম্যাচে ব্রাজিলের হয়ে গোল করেছেন ফরোয়ার্ড লাইনের প্রায় সবাই। চোটের জন্য মাঠে নামা নিয়ে সংশয়ে থাকা নেইমার করেছেন জোড়া গোল। এ ছাড়াও গোল পেয়েছেন রিচার্লিসন, ফিলিপে কৌতিনহো এবং গ্যাব্রিয়েল জেসুস। কোরিয়ার পক্ষে সান্ত্বনামূলক একটি গোল করেছেন হোয়াং উই-জো। খেলার প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে যায় নেইমার। ম্যাচের ৭ম মিনিটেই রিচার্লিসনের গোলে এগিয়ে যায় হলুদ-নীল জার্সিধারীরা। ৩১ মিনিটে অবশ্য হোয়াংয়ের গোলে সমতায় ফিরে কোরিয়া। তবে সেই শেষ। ম্যাচে আর কোনো পাত্তাই পায়নি এশিয়া মহাদেশের দলটি। ৪২তম মিনিটে পেনাল্টি থেকে দলকে এগিয়ে নেন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার। প্রথমার্ধে এগিয়ে থাকা ব্রাজিল দ্বিতীয়ার্ধে আরও তিন গোল দেয়। ম্যাচের ৫৭তম মিনিটে আবার পেনাল্টি পায় সেলেসাওরা। সেখান থেকে নিজের জোড়া গোল করে দলকে ৩-১ ব্যবধানে এগিয়ে দিতে কোনো ভুল করেননি নেইমার। ব্রাজিলের জার্সিতে ৫৯ গোল হলো এই তারকার। এদিকে ৭৮ মিনিটে বদলি হিসেবে মাঠে নেমেই ব্রাজিলের হয়ে গোলের হালি পূর্ণ করেন কৌতিনহো। মাঠে নামার দুই মিনিটের মধ্যেই গোল করেন এই তারকা মিডফিল্ডার। ম্যাচের ইনজুরি টাইমে কোরিয়ার জালে শেষ কফিন ঠোকেন জেসুস। ৯৩ মিনিটে দারুণ এক গোল করে ব্রাজিলের ৫-১ ব্যবধানের জয় নিশ্চিত করেন জেসুস।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply