Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » বেলকে কেনায় বেকহ্যামের ক্লাবকে ক্ষতিপূরণ দিচ্ছে এলএএফসি




রিয়াল মাদ্রিদ ছেড়ে মেজর লিগ সকারের দল লস অ্যাঞ্জেলস এফসিতে যোগ দিচ্ছেন ওয়েলসের তারকা গ্যারেথ বেল। রিয়াল মাদ্রিদের হয়ে পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ফুটবলারকে দলে পাওয়ার আনন্দে ভাসছে ক্লাবটির সমর্থকরা। এখনো হয়তো ঘোরটাও ঠিকমতো কাটেনি তাদের, কিন্তু এরই মধ্যে দুঃসংবাদ হাজির। বেলকে কেনায় এখন ৪০ হাজার পাউন্ড ক্ষতিপূরণ গুণতে হচ্ছে লস অ্যাঞ্জেলস এফসিকে (এলএএফসি)। এ ক্ষতিপূরণটা তাদের দিতে হচ্ছে আবার রিয়াল মাদ্রিদেরই সাবেক খেলোয়াড় ডেভিড বেকহ্যামের ক্লাব ইন্টার মিয়ামিকে। রিয়াল মাদ্রিদের হান্ড্রেড মিলিয়ন ম্যানকে দলে ভেড়াতে জরিমানাটা গুণতে হচ্ছে মূলত মেজর লিগ সকারের অদ্ভুত নিয়মের কারণেই। রিয়াল মাদ্রিদ থেকে এই ওয়েলশম্যানকে দলে ভেড়ানোর খবরটা এলএএফসি নিশ্চিত করে শনিবার (২৫ জুন)। কিন্তু এর আগেই বেকহ্যামের মালিকানাধীন ইন্টার মায়ামি নিজেদের 'উইশ লিস্টে' রেখেছিল বেলের নাম। এমএলএস এর নীতিমালা অনুযায়ী প্রতিটি দল দলবদল মৌসুম শুরুর আগে কোন কোন ফুটবলারকে তারা কিনতে চায় এমন একটা উইশ লিস্ট তৈরি করে লিগ কর্তৃপক্ষকে জমা দিতে পারে। এ লিস্টকে বলা হয় 'ডিসকভারি লিস্ট'। আর ইন্টার মিয়ামির এই ডিসকভারি লিস্টে ছিল গ্যারেথ বেলের নাম। আরও পড়ুন:মেজর লিগ সকারের দলে যোগ দিচ্ছেন গ্যারেথ বেল স্প্যানিশ দৈনিক এএস জানিয়েছে, ইন্টার মিয়ামি তাদের ডিসকভারি লিস্টে বেলের নাম রেখে জমা দিয়েছিল লিগ কর্তৃপক্ষের কাছে। কিন্তু হুট করে ফ্রি ট্রান্সফারে বেলকে এলএএফসি দলে টানায় এখন ইন্টার মিয়ামিকে ক্ষতিপূরণ দিতে হবে তাদের। এখন ৪০ হাজার পাউন্ড বা বাংলাদেশি মূদ্রায় প্রায় ৪৫ লাখ ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ পেলে বেলের নাম নিজেদের ডিসকভারি লিস্ট থেকে মুছে দেবে ইন্টার মিয়ামি। বেলের দলবদল নিয়ে আরও ঘাপলা আছে বটে। প্রথমে বলা হচ্ছিল ১৯৫৮ সালের পর ওয়েলসকে বিশ্বকাপে তোলা ওয়েলস তারকার সঙ্গে এলএএফসির চুক্তি ১২ মাসের। কিন্তু এখন জানা যাচ্ছে তার সঙ্গে আসলে চুক্তিটা নভেম্বর-ডিসেম্বরে কাতার বিশ্বকাপের আগ পর্যন্ত। তবে বেল ও ক্লাব উভয়ই আশাবাদী চুক্তিটা আরও বাড়ার বিষয়ে। আরও পড়ুন:দিবালাকে ইন্টারে চান সাবেক আর্জেন্টাইন তারকা ক্লাবটির সহ-সভাপতি জন থরিংটন বলেন, ‘বিস্তারিতভাবে সবকিছু বলতে পারলে ভালো লাগত, তবে নিয়মের কারণে সেটা আমি করব না। এতটুকু বলতে পারি, এলএএফসি ও গ্যারেথ বেল চায় এই সমঝোতাটা যাতে দীর্ঘমেয়াদি হয়, গ্যারেথ ও তার পরিবারের জন্যও এটা একটা সিঁড়ি হয়। চুক্তিটা কখনোই বিশ্বকাপের আগের ছয় মাসের জন্য ছিল না। আমরা সব সময়ই এর চেয়ে দীর্ঘমেয়াদে চিন্তা করেছি।’






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply