Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » সেভিয়ার ফরাসি ডিফেন্ডারকে দলে নিচ্ছে বার্সা




বার্সেলোনা গত মৌসুম থেকেই সেন্টার ডিফেন্ডারের খোঁজে আছে। কোম্যান থেকে শুরু করে জাভি, ডিফেন্সের ঝামেলা থেকে মুক্তি পাচ্ছে না কেউই। তাই এক অথবা দুজন তরুণ ডিফেন্ডারের সন্ধান করছে তারা। এরই মাঝে গুঞ্জন রয়েছে, চেলসি ডিফেন্ডার ক্রিশ্চেনসেনের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে বার্সা। তারই মধ্যে আরেক সেন্টার ব্যাকের সন্ধান পেল তারা। সেভিয়ার ফরাসি ডিফেন্ডার জুলস কুন্দের দিকে নজর পড়েছে তাদের। চেলসির দুই নির্ভরযোগ্য ডিফেন্ডার অ্যান্টোনিও রুডিগার আর আন্দ্রেয়াস ক্রিশ্চেনসেনের চুক্তি শেষ হয়ে গেছে। রুডিগার এরই মধ্যে রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি সেরে ফেলেছেন। আর আরেক ডিফেন্ডার ক্রিশ্চেনসেনকে দলে নিতে এরই মধ্যে কথা চালিয়ে যাচ্ছে বার্সেলোনা। এমন এক অবস্থায় আরেকটি ডিফেন্ডারকে দলে নিতে আগ্রহ দেখিয়েছে জাভি। আরও পড়ুন: আলভেস বিদায় বলে দিল বার্সেলোনা ভঙ্গুর রক্ষণকে বদলে দিতে কোচ জাভি দলে চান ফরাসি তরুণ ডিফেন্ডার জুলস কুন্দেকে। তিনি দলে এলে জাভির প্রথম একাদশে জায়গা করে নেবেন বলে জানাচ্ছে স্প্যানিশ সংবাদমাধ্যম। তার সঙ্গে চেলসিকে বিদায় বলা ক্রিশ্চেনসেনও হবেন দলের প্রথম সারির ডিফেন্ডার। সেটা জানার পর বার্সেলোনাতেই যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন কুন্দে। শুধু তাই নয়, এরই মধ্যে সেভিয়াকে তিনি তা জানিয়েও দিয়েছেন। এদিকে ইংলিশ ক্লাব চেলসির পাশাপাশি নিউক্যাসল ইউনাইটেডও কুন্দেকে দলে ভেড়াতে আগ্রহ প্রকাশ করেছে। সে জন্য ৯০০ কোটি টাকা খরচেও রাজি ক্লাব দুটো। তবে কুন্দের সঙ্গে সেভিয়ার চুক্তিতে বলা আছে, রিলিজ ক্লজ ৯০০ কোটি টাকা হলেও তার পছন্দের ক্লাবের জন্য টাকার অঙ্কটা নেমে আসবে ৬৫০ থেকে ৭০০ কোটি টাকায়। কুন্দের বার্সায় যেতে চাওয়ার ফলে কাতালানরা পেতে যাচ্ছে সেই সুবিধাটা। ক্লাবটির অর্থনৈতিক পরিস্থিতি অবশ্য খুব একটা সুবিধের নয় এখনো। সে কারণে ক্লাবটি এই প্রস্তাবে একজন ডিফেন্ডার জুড়ে দেওয়ার পরিকল্পনা করেছে। দলের যুক্তরাষ্ট্রের রাইটব্যাক সার্জিনিও ডেস্টকে এই চুক্তিতে যোগ করা হবে বলে জানাচ্ছে স্প্যানিশ সংবাদমাধ্যম। আরও পড়ুন: গোল্ডেন বয় অ্যাওয়ার্ড: ১০০ জনের তালিকা প্রকাশ গত এক বছর ধরে এই কুন্দের পেছনে ছুটছে চেলসি। গত মৌসুমে তাকে অনেকবার কেনার প্রস্তাব পাঠালেও সেভিয়া তাকে ছাড়েনি। এই মৌসুমে দলের মূল দুই ডিফেন্ডার ক্লাব ছাড়ার কারণে টুখেলের আসল টার্গেট ছিল কুন্দে। তবে এবার অনেকটাই নিশ্চিত হয়ে গেছে চেলসি তাকে হারাতে যাচ্ছে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply