Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » ছবি ব্যর্থ হতে পারে কিন্তু কঙ্গনা নন!




ছবি ব্যর্থ হতে পারে কিন্তু কঙ্গনা নন! তর্কপ্রিয় বলেই তার খ্যাতি। সেই কারণে আবার নানা বিতর্ক হয়ে থাকে। এ জন্য একাধিকবার সংবাদমাধ্যমের শিরোনামে উঠে এসেছে কঙ্গনা রানাউতের নাম। তবে এবারে ভিন্ন খবরে বলিউডের এ 'কন্ট্রোভার্সি কুইন'। সম্প্রতি নিজের ছবি ‘ধাকড়’র ব্যর্থ হওয়ার পর প্রথম মুখ খুললেন কঙ্গনা রানাউত। অভিনেত্রীর এমন মন্তব্যে যেন গোটা নেট দুনিয়া তোলপাড়। কঙ্গনা বললেন, রাশি রাশি সাফল্যের উদাহরণও তো রয়েছে। ম

নে করিয়ে দিতে চাইলেন, ২০১৯-এ 'মণিকর্নিকা'-র কথা। ১৬০ কোটির ক্লাবে নাম লিখিয়েছিল কঙ্গনা পরিচালিত সেই ছবি। পরবর্তীতে মহামারি করোনা আবহে এক বছর ঘরবন্দি। কিন্তু প্রস্তুতি নিয়েছেন পরের কাজের জন্যও। আরও পড়ুনঃ সোশ্যাল মিডিয়ায় রণবীর ও সামান্থার পোস্ট কীসের ইঙ্গিত? ২০২১-এ মুক্তি পেয়েছে জয় ললিতার জীবনী ছবি 'থালাইভি'। তার কথায়, 'থালাইভি' ছিল আমার জীবনের সবচেয়ে বড় কাজ। ওটিটিতে বিপুল জনপ্রিয়তা পেয়েছিল সেই ছবি। সেই সাথে 'লক আপ'! কঙ্গনা এ দিন নেট মাধ্যমে একটি পোস্ট দিয়ে লেখেন, 'আমার প্রচুর আশা 'লক আপ'-এর সঙ্গে জড়িয়ে।' তার মতে , ২০২২ সালের সবচেয়ে বড় সাফল্য তো তার সঞ্চালনা! সে কথাও মনে করিয়ে দিলেন সঞ্চালক। এ ছাড়া ব্যর্থতা-সফলতার মধ্যেইতো জীবন। জীবনে চলতে জানলে হয় না, কখনো-সখনো থামতেও জানতে হয়। তাই বলে নেতিবাচক চিন্তা-ভাবনা করেন না কঙ্গনা রানাউত। ইতিবাচক দৃষ্টিভঙ্গিকে সঙ্গে নিয়ে এই তারকা চলেছে তার আপন গতিতে। আরও পড়ুনঃ এক মুসলিমের কারণে প্রাণে বেঁচে গিয়েছিলেন সুনীল দত্ত এদিকে গত মাসে মুক্তি পাওয়া ছবি 'ধাকড়' বক্স অফিসে মুখ থুবড়ে পড়তেই কঙ্গনার দিকে ধেয়ে এসেছিল রাশি রাশি বিদ্রুপ। সে সবের পরোয়া করেননি অভিনেত্রী। বরং নিন্দকদের খানিক করুণা করে নিজের আনন্দ জাহির করে চলেছেন বলিউডের 'কুইন'। কিছু দিন আগেই নিজের দ্বিতীয় পরিচালনা করা ছবির প্রস্তুতির কথা জানান কঙ্গনা। রাজনৈতিক ছবি 'ইমারজেন্সি'-র শ্যুটিংয়ে উড়ে গিয়েছিলেন দিল্লি। ইতোমধ্যে তিনি সকালে তার কয়েক বছরের ক্যারিয়ার গ্রাফ নিয়ে পোস্ট দিয়ে আরও একবার নিজের আত্মবিশ্বাস প্রমাণ করলেন। সূত্র: আনন্দবাজার






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply