Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » সাকিব অধিনায়ক হওয়ায় যা বললেন সিডন্স




সাকিব অধিনায়ক হওয়ায় যা বললেন সিডন্স সাকিব আল হাসান ও জেমি সিডন্স। ছবি

আবার বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক হলেন সাকিব আল হাসান। সম্প্রতি মুমিনুল হক দায়িত্ব থেকে সরে দাঁড়ানোয় বিশ্বসেরা অলরাউন্ডারকে এই দায়িত্ব দেওয়া হয়। সাকিবের অধিনায়ক হওয়াটা ইতিবাচক মনে করেন বাংলাদেশ দলের ব্যাটিং কোচ জেমি সিডন্স। আজ শনিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের সিডন্স বলেন, ‘সাকিব খুবই ভালো অধিনায়ক। খেলা নিয়ে তার ভাবনা দারুণ। ধারাবাহিকভাবে পারফর্ম করে। এটা দলের জন্যও ভালো। সতীর্থরা অনুপ্রাণিত হয়।’ বাংলাদেশ দলের ব্যাটিং কোচ মুমিনুল সম্পর্কে বলেন, ‘এই সিদ্ধান্তের ভালো দিক হচ্ছে মুমিনুল ব্যাটিংয়ে মনোযোগ দিতে পারবে। সে রান পাচ্ছিল না। সে ভালো ক্রিকেটার। অধিনায়কত্বের চাপ থাকছে না, আশা করি সে রানে ফিরবে।’ অবশ্য এবার তৃতীয় মেয়াদে টেস্ট অধিনায়কের দায়িত্ব পেলেন সাকিব। ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে তখনকার অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা চোটে পড়লে নেতৃত্ব পান সাকিব। সেই দায়িত্ব ২০১১ সালে হারান তিনি। তখন অধিনায়কের দায়িত্ব পান মুশফিকুর রহিম। এরপর ২০১৮ সালে দ্বিতীয়বার টেস্ট নেতৃত্ব পান বিশ্বসেরা অলরাউন্ডার। কিন্তু সেটা বেশিদিন স্থায়ী হয়নি। পরের বছরই আইসিসির নিষেধাজ্ঞার কবলে পড়ে নেতৃত্ব হারান তিনি। এবার তৃতীয় মেয়াদে সাদা পোশাকে বাংলাদেশের দায়িত্ব বুঝে নিলেন তারকা ক্রিকেটার। সাকিব আল হাসানের অধীনে বিভিন্ন দফায় ১৪টি টেস্ট খেলেছে বাংলাদেশ। এর মধ্যে তিন ম্যাচে জিতেছে বাংলাদেশ, হেরেছে ১১ ম্যাচে। এবার নতুন মেয়াদে নেতা সাকিব কেমন করেন সেটাই দেখার।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply