Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » লাউতারো মার্টিনেজকে দলে নিতে স্পার্সদের বড় অংকের প্রস্তাব




শিরোপা জিততে এবার কোমর বেঁধেই নামতে চায় ইংলিশ প্রিমিয়ার লিগের দল টটেনহ্যাম হটস্পার। এজন্য চলতি দলবদল মৌসুমে ক্লাবটি নামছে বড় বাজেট নিয়েই। দল ছাড়ার গুঞ্জন আছে দলের অধিনায়ক ও সেরা তারকা হ্যারি কেইনের তাই তারা দলে ভেড়াতে চায় সময়ের অন্যতম সেরা কাউকেই। এই উদ্দেশে স্পার্সদের নজর এখন ইতালির ক্লাব ইন্টার মিলানের উপর। তাদের আর্জেন্টাইন স্ট্রাইকার লাউতারো মার্টিনেজের জন্য বড় অংকের প্রস্তাব দিচ্ছে ইংলিশ ক্লাবটি। চলতি দলবদলে ইন্টার মিলান খরচা বাঁচাতে দল থেকে তাড়াতে চায় বেশি বেতনের তারকাদের। এ তালিকায় আছেন আলেক্সিস সানচেজ, এদেন জেকোর মতো তারকাদের। এরই মধ্যে ইন্টার মিলান ছেড়ে টটেনহ্যামে যোগ দিয়েছেন ইভান পেরেসিচ। টটেনহ্যামের নজর এবার ইতালিয়ান ক্লাবটির আরেক তারকার ওপর। আরও পড়ুন:বার্সেলোনা সতীর্থের বিয়েতে যোগ দিতে স্পেনে মেসি কয়েক মৌসুম থেকেই লাউতারোকে দলে ভেড়াতে চায় বেশ কয়েকটি ক্লাব। বার্সেলোনাকে নিয়ে গুঞ্জন থাকলেও আর্থিক দুরাবস্থায় তারা সে জায়গা থেকে সরে এসেছে। তবে হ্যারি কেইনের দল বদলের সম্ভাবনা থাকায় তার রিপ্লেসমেন্ট হিসেবে এখন আর্জেন্টাইন তারকার কথা ভাবছেন টটেনহ্যাম কোচ অ্যান্তোনিও কন্তে। এক মৌসুম আগে ইন্টারে লাউতারদের কোচের দায়িত্ব পালন করা কন্তে স্পার্সদের দলে এখন চান তাকে। তাই বড় বাজেট নিয়েই মাঠে নামছে ইংলিশ দলটি। ইংলিশ সংবাদ মাধ্যমের দাবি, লাউতারোকে দলে ভেড়াতে বাংলাদেশি মুদ্রায় ৯০০ কোটি টাকা পর্যন্ত খরচ করতে রাজি টটেনহ্যাম। তবে স্পার্সরা চাইলেই অবশ্য তাকে দলে পাচ্ছে না। আক্রমণভাগের অন্যতম ভরসাকে বেচতে আগ্রহী নয় ইন্টার। তাই বড় অঙ্কের প্রস্তাব দিয়ে ইন্টারকে ভাবনায় ফেলতে চায় স্পার্সরা, জানাচ্ছে ইতালিয়ান সংবাদ মাধ্যম লা রেপাবলিকা। লাউতারো নিজেও আগ্রহী নন এখন ইতালি ছাড়তে। পরিবার নিয়ে মিলানে থিতু হয়েছেন ২৪ বছর বয়সী তারকা। সেখানে খুলেছেন আর্জেন্টাইন-ভুমধ্যসাগরীয় খাবারের রেস্তোরাঁও। তাই এই মুহূর্তে নতুন চ্যালেঞ্জ নিতে আগ্রহী নন তিনি। আরও পড়ুন:লোভ দেখিয়ে ভিনিসিউসকে ভাগিয়ে নিতে চেয়েছিল পিএসজি তবে টটেনহ্যামের হাতে বড় অঙ্কের দলবদল ফি ও বোনাসের টোপ ছাড়াও আছে অন্য এক অস্ত্র। ইন্টারে লাউতারোর সাবেক সতীর্থ ইভান পেরিসিচ এখন স্পার্সদের শিবিরে। দলে আর্জেন্টাইন তারকাও কম না তাদের। আর্জেন্টিনা জাতীয় দলে লাউতারোর সতীর্থ ক্রিস্টিয়ান রোমেরোকে এক মৌসুম আগে দলে ভিড়িয়েছে তারা। আরেক আর্জেন্টাইন জিওভান্নি লা চেলেসো এক মৌসুম লা লিগায় ধারে খেলে ফের ফিরছেন ইংলিশ ক্লাবটিতে। স্কাই স্পোর্তস ইতালিয়া জানিয়েছে, লাউতারোর ইংল্যান্ডযাত্রা নির্ভর করছেন ইন্টারের দলবদলের অবস্থার ওপর। ইন্টার দলে ভেড়াতে চায় সম্প্রতি ফ্রি এজেন্ট হয়ে যাওয়া আরেক আর্জেন্টাইন পাওলো দিবালাকে। এছাড়াও তারা চেষ্টা করছে চেলসি থেকে রোমেলু লুকাকুকে ফেরাতে। যদি এই দুটি লক্ষ্য পূরণ হয় তবে হয়তো ছেড়েও দিতে পারে লাউতারো মার্টিনেজকে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply