Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » টেস্ট র‌্যাংকিংয়ের দ্বিতীয়স্থানে উঠে এলেন সাকিব




আইসিসি টেস্ট অলরাউন্ডার র‌্যাংকিংয়ে দুই ধাপ এগিয়ে তালিকার দ্বিতীয় স্থানে উঠে এলেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। তার সংগ্রহে আছে ৩৪৬ রেটিং পয়েন্ট। ৩৮৫ রেটিং নিয়ে শীর্ষে আছেন ভারতের রবীন্দ্র জাদেজা। জাদেজার চেয়ে ৩৯ রেটিং পিছিয়ে আছেন সাকিব। চলমান দুই টেস্ট সিরিজে অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচে ব্যাট হাতে দুই ইনিংসেই হাফসেঞ্চুরি করেন বাংলাদেশ অধিনায়ক। ৫১ ও ৬৩ রানের দু’টি দায়িত্বশীল ইনিংস খেলেন সাকিব। এই ইনিংসেই দলের চরম বিপর্যয়ে দায়িত্বশীল ব্যাট করেন সাকিব। তবে বল হাতে পুরোপুরিভাবে নিজেকে মেলে ধরতে পারেননি সাকিব। দুই ইনিংসে মাত্র ১ উইকেট পেলেও অ্যান্টিগা টেস্টের পারফরমেন্সে র‌্যাংকিংয়ে দ্বিতীয়স্থানে জায়গা করে নিয়েছেন সাকিব। আগামী ২৪ জুন থেকে সেন্ট লুসিয়ায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলবে বাংলাদেশ। ওই টেস্টেও ভালো পারফরমেন্স করে র‌্যাংকিংয়ে আরও এগিয়ে যাবার সুযোগ থাকছে সাকিবের সামনে। ২০১১ সালে প্রথম অলরাউন্ডার তালিকার শীর্ষ স্থানটি দখল করেছিলেন সাকিব। দুই ধাপ সাকিব এগিয়ে যাওয়ায় এক ধাপ করে নিচে নেমে যেতে হয়েছে ভারতের রবীচন্দ্রন অশ্বিন ও ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডারকে। ৩৪১ রেটিং নিয়ে তৃতীয়স্থানে আছেন অশ্বিন। আর ৩২৯ রেটিং নিয়ে চতুর্থস্থানে হোল্ডার।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply