Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » এখন আর তাকে সহ্য হবে না, জানালেন কনকচাঁপা




এখন আর তাকে সহ্য হবে না, জানালেন কনকচাঁপা

সংগীতের আকাশে আরেক নক্ষত্রের পতন। মৃত্যুকে আলিঙ্গন করেছেন ভারতের খ্যাতনামা গায়ক কৃষ্ণকুমার কুন্নাথ ওরফে কেকে। তার মৃত্যুতে নেমে এসেছে শোকের ছায়া। সেই ছায়ার বিষাদ ছুঁয়েছে বাংলাদেশের শ্রোতাদের মনেও। কেকের মৃত্যুতে মন খারাপ দেশের নন্দিত গায়িকা কনকচাঁপার। বৃহস্পতিবার (২ জুন) ফেসবুকে এক স্ট্যাটাসে নিজের মন খারাপের কথা জানান গায়িকা। তিনি লেখেন, ‘সম্প্রতি প্রয়াত জনপ্রিয় গায়ক কেকের জন্য মন অনেক খারাপ। তাকে কখনও দেখিনি, তবুও। তিনি যতটা জনপ্রিয় ছিলেন তারচেয়ে তার গান আরও জনপ্রিয় ছিল। মৃত্যু উনাকে আরও অমর করে দিলো। দুঃখ যে, তার অমরত্ব তিনি নিজে দেখে যেতে পারলেন না।’ এদিকে কেকের মৃত্যুর পর তাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে বেকায়দায় পড়েছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় শিল্পী রূপঙ্কর বাগচী। নাম উল্লেখ না করে তার প্রসঙ্গ টেনে আক্ষেপের সুরে কনকচাঁপা লিখেছেন, ‘একজন কেকের মৃত্যুতে যত কষ্ট পেয়েছি, তার চেয়েও আরও কষ্ট পেলাম আরেকজন শিল্পীর খুব নীচু মনের মানসিকতা আচমকা প্রকাশ পাওয়ায়। শিল্পী ছোট হোক কিংবা বড় হোক, শিল্পী হবে শিল্পীর মতো। মাথায় রাজমুকুট না থাকলেও মন থাকবে একজন রাজার মতো উদার, পরিচ্ছন্ন, হিংসা বিবর্জিত। আমি উনার হিংসাত্মক বয়ান শুনে স্তম্ভিত।’ তিনি যোগ করেন, ‘এই গড়পড়তা মাপের শিল্পীর গান আগে শুনেছি, কিন্তু এখন আর তাকে সহ্য হবে না।’ Collage-Maker-02-Jun-2022-07-02-PM রূপঙ্কর বাগচী কনকচাঁপার ভাষ্য, ‘শিল্পীদের অনেক ট্যালেন্ট হতে হয়। আর একজন ট্যালেন্ট মানুষ কখনও বলেনা যে, আমি খুবই ট্যালেন্ট, আমি ওর চেয়ে ভালো গাই। উনি আসলে বড় হতে গিয়ে ছোট, মানে এত ছোট হয়ে গেলেন যা উনার ভাবনার বাইরে। আপত্তির জায়গাটা হলো, একজন শিল্পীর অবক্ষয়ে আসলে সব শিল্পীর অপমান!’






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply