Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » ব্যাপার কী! অমিত শাহের ফোন সৌরভকে, টুইট কি আসলে বিজ্ঞাপনী চমক?




ব্যাপার কী! অমিত শাহের ফোন সৌরভকে, টুইট কি আসলে বিজ্ঞাপনী চমক? বুধবার পর পর দু’টি টুইট করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। দ্বিতীয়টি নিয়ে নানা জল্পনা তৈরি হলেও প্রথমটি তাতে জল ঢেলে দেওয়ার জন্য যথেষ্ট। বিকেল ৫টা ২০ মিনিটে সৌরভ গঙ্গোপাধ্যায়ের টুইট নিয়ে জল্পনা তৈরি হয়। সে জল্পনা ছড়িয়ে যায় গোটা দেশে। আর সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ সত্য জানালেন সৌরভ। বললেন, একটি শিক্ষা সংক্রান্ত অ্যাপ আনতে চলেছেন তিনি। মাঝে ঘণ্টা দু’য়েক জল্পনায় ভাসল রাজনীতি থেকে ক্রীড়া মহল। সৌরভ গঙ্গোপাধ্যায়ের যে টুইট নিয়ে বুধবার বিকেলে গোটা ভারত তোলপাড়, তা কি আসলে এক বিজ্ঞাপনী চমক? ‘নতুন অধ্যায়’ কি আসলে একটি রিয়েল এস্টেট বিজ্ঞাপনের ব্র্যান্ড দূত হয়ে কাজ করা? এমন প্রশ্ন ওঠার পরে সৌরভের ঘনিষ্ঠ সূত্র তেমনই জানায়। কিন্তু জল্পনা থামেনি। জল্পনা বলে, সৌরভ নাকি বিজেপির টিকিটে রাজ্যসভায় যেতে চলেছেন। জল্পনা আরও বলে, সৌরভ নাকি বিসিসিআইয়ের সভাপতি পদে ইস্তফা দিয়ে দিয়েছেন! দেশ জুড়ে এমনই হইচই পড়ে যে, স্বয়ং অমিত শাহ ফোন করে সৌরভকে জিজ্ঞাসা করে ফেলেন, ব্যাপার কী? বিজেপি-র কেন্দ্রীয় নেতৃত্ব সূত্রের খবর, সৌরভ নাকি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে জানান, বিষয়টির সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। Advertisement Advertisement বস্তুত, সৌরভের এই ব্যাখ্যা আরও জল-বাতাস পায় সৌরভের ‘আলোড়ন সৃষ্টিকারী’ টুইটের ঘণ্টা তিনেক আগে করা একটি টুইটে। সেই টুইটে ইংরেজিতে যা লিখেছেন তা বঙ্গানুবাদে দাঁড়ায়, সাফল্য কোনও গন্তব্য নয়, একটা যাত্রা। তার পরে রয়েছে, একটি রিয়েল এস্টেট সংক্রান্ত বাণিজ্যিক প্রতিষ্ঠানের নাম। সেখানেই সৌরভ লিখেছেন, বিষদে জানতে নজর রাখুন। সঙ্গে হ্যাশ ট্যাগ দিয়েছেন, ‘লিভ টু উইন’ এবং ‘ব্র্যান্ড কোলাবোরেশেন’। সঙ্গে রয়েছে, এক ঝাঁক উচ্ছ্বল তরুণ-তরুণীর সঙ্গে সৌরভের ছবি। আরও দেখা যাচ্ছে, ওই ‘লিভ টু উইন’ হ্যাশটাগেই সৌরভ মঙ্গলবার তাঁর ইন্সটাগ্রামে একটি ভিডিয়োও পোস্ট করেছেন। কিন্তু গোটা দেশ সে সব খতিয়ে দেখেনি। বিভিন্ন স্তরে জল্পনা শুরু হয়েছে সৌরভের রাজনীতির ইনিংস নিয়ে। প্রসঙ্গত, সৌরভের কাছে রাজনীতিতে যাওয়ার প্রস্তাব আগেও ছিল, এখনও রয়েছে। ভবিষ্যতেও থাকবে। কিন্তু সৌরভ সব প্রস্তাবের জবাবেই বলেছেন, ‘আপাতত’ তিনি রাজনীতিতে যেতে ইচ্ছুক নন। বরং, তিনি চান অনেক বেশি করে ক্রিকেটের সঙ্গে জড়িয়ে থাকতে। যে কারণে, বিসিসিআই সভাপতি হওয়া তাঁর কাছে মন্ত্রী, সাংসদ, বিধায়ক হওয়ার চেয়ে অনেক বেশি পছন্দের। অন্তত এখনও পর্যন্ত। কিন্তু সৌরভের রাজনীতিতে যোগদানের জল্পনা তার পরেও থামেনি। মে মাসের প্রথম সপ্তাহে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে। নৈশভোজের সেই আসরে হাজির ছিলেন বিজেপির আরও তিন নেতা। তখনই জল্পনা তৈরি হয়েছিল সৌরভ কি তবে বিজেপির টিকিটে রাজ্যসভায় যেতে চান? বুধবার আচমকা সৌরভ টুইটে নতুন অধ্যায় শুরুর কথা বলতেই রাজনৈতিক মহল মনে করছে সেই নৈশভোজের কথা। তবে কি শাহের সঙ্গে সে দিনই পরবর্তী ‘নতুন অধ্যায়’-এর রূপরেখা তৈরি হয়ে গিয়েছিল! এই আবহে বুধবার বিকেলে সৌরভের টুইটের পরে এমনও রটে যায় যে, তিনি ইতিমধ্যেই বিসিসিআই সভাপতি পদ থেকেও ইস্তফা দিয়ে দিয়েছেন। এর পর তাঁর গন্তব্য রাজ্যসভা। এবং তা বিজেপির টিকিটে। তবে ওই জল্পনা চলতে চলতেই সংবাদসংস্থা এএনআই বিসিসিআই সচিব তথা অমিত শাহের পুত্র জয় শাহকে উদ্ধৃত করে জানায়, এই খবর ঠিক নয়। সৌরভ আদৌ বিসিসিআইয়ের সভাপতি পদ ছাড়েননি। আরও পড়ুন নতুন যাত্রা শুরু করছি, সকলের শুভেচ্ছা চাই, সৌরভের আচমকা টুইট ঘিরে জল্পনা সর্বত্র এখানে বলে রাখা যাক, বিসিসিআই সভাপতি পদে সৌরভের মেয়াদ শেষ হয়ে যাওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে আগামী সেপ্টেম্বর মাসে। জল্পনা— তার আগেই রাজনীতিতে যেতে পারেন সৌরভ। দ্বিতীয় জল্পনা, তিনি হতে পারেন বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসির চেয়ারম্যান।বুধবারের টুইটে অবশ্য তাঁর পরবর্তী পদক্ষেপ সম্পর্কে কোনও স্পষ্ট ঘোষণা নেই। তিনি জানিয়েছেন, ১৯৯২ সাল থেকে ৩০ বছর ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকার পর নতুন অধ্যায় শুরু করতে চলেছেন। এ জন্য সকলের শুভেচ্ছা চান। পাশাপাশি জানিয়েছেন, তিনি যে কাজ করতে চলেছেন, তাতে অনেক মানুষের ভাল হবে। এই ‘মানুষের ভাল’ হওয়ার বিষয়টির ফলেই রাজনীতিতে যোগদানের জল্পনা আরও জোরালো হয়। তবে কিনা, শিক্ষা সংক্রান্ত অ্যাপ বাজারে আনলেও মানুষের ভালই হবে। আরও পড়ুন দর্শক-উদ্যোক্তা আপনারা শুনছেন? কেকে-র ঘাম রক্ত দেখিয়ে দিল আপনাদের অবহেলা: কিঞ্জল সৌরভের রাজনীতিতে যোগদানের জল্পনা অবশ্য নতুন কিছু নয়। গত বিধানসভা নির্বাচনের আগেও ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক বিজেপিতে যোগ দিতে পারেন বলে অনেকে দাবি করেছিলেন। তবে শেষ পর্যন্ত সে খবর সত্যি হয়নি। এ বারও জল্পনার জন্ম হতে না হতেই তাতে জল ঢেল দিচ্ছে তাঁরই করা অন্য একটি টুইট।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply