Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » » আর্জেন্টিনাকে হারাতে সর্বোচ্চটা দিয়ে লড়বে ইতালি




আর্জেন্টিনাকে হারাতে সর্বোচ্চটা দিয়ে লড়বে ইতালি

ফাইনালিসিমার আগে ইতালির অনুশীলন। ছবি : সংগৃহীত ফুটবলের বড় রোমাঞ্চকর ম্যাচ দেখবে আজ ফুটবল ভক্তরা। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে যেখানে লড়বে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শিরোপাধারী ইতালি ও কোপা আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কাগজে-কলমে যেই ম্যাচকে ডাকা হচ্ছে ফাইনালিসিমা। এই ফাইনালিসিমাতে দুই অঞ্চলে দুই সেরার লড়াইয়ে ফেভারিট হিসেবে আসছে আর্জেন্টিনার নাম। কারণ দল হিসেবে আর্জেন্টাইনদের সময় ভালো কাটছে। প্রায় তিন বছর কোনো ম্যাচেই হারেনি তারা। সেখানে ইতালি নামবে বিশ্বকাপ থেকে বাদ পড়ার বেদনা নিয়ে। বিশ্বকাপের বাছাই পর্বে উত্তর মেসিডোনিয়ার বিপক্ষে শেষ মুহূর্তের গোলে হেরে স্বপ্নভঙ্গ হয় ইতালির। গত রাশিয়া বিশ্বকাপেও উঠতে ব্যর্থ হয়েছিল ইতালি। তবে বিশ্বকাপে ওঠার ব্যর্থতার ভারে নুয়ে পড়ছে না ইতালি। বরং আর্জেন্টিনাকে হারিয়ে নতুনভাবে শুরু করতে চায় তারা। সেই জন্য আর্জেন্টিনার বিপক্ষে সর্বোচ্চটা দিয়ে লড়বে ইতালি। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে তেমনটাই শোনালেন ইতালির অধিনায়ক বোনুচ্চি। তিনি বলেন, ‘তারা(আর্জেন্টিনা) বিশ্বের সেরা দলগুলোর একটি। আর্জেন্টিনা টানা ৩১ ম্যাচে হারেনি আর এটা কাকতালীয় ব্যাপার নয়। সেরা বলেই হযেছে। (তাদের হারাতে) আমাদের সর্বোচ্চটা দিতে হবে। আমাদের আবার নতুন করে শুরু করতে হবে এবং ভিত গড়তে হবে যা ইতালিকে আবারও শীর্ষে ফিরিয়ে আনবে।’ গেল বছরের ডিসেম্বরে নিজেদের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে ইউরোপের সর্বোচ্চ ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উয়েফা ও দক্ষিণ আমেরিকা শীর্ষ ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবল। যেখানে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের জন্য বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত করেছে দুটি সংস্থা। যার জন্য ইউরো ও কোপা আমেরিকার চ্যাম্পিয়নদের মধ্যে আয়োজিত হচ্ছে ম্যাচটি। ওয়েম্বলি স্টেডিয়ামে এই ফাইনালিসিমাতে আজ রাত বাংলাদেশ সময় ১২টা ৪৫ মিনিটে মুখোমুখি হবে ইতালি ও আর্জেন্টিনা






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply