Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » দখলদারদের কবলে মেহেরপুরের ঐতিহ্যবাহী কাজলা নদী!




দখলদারদের কবলে মেহেরপুরের ঐতিহ্যবাহী কাজলা নদী! মেহেরপুর গাংনী উপজেলায় ঐতিহ্যবাহী ও খরস্রোতা কাজলা নদী এখন পরিণত হয়েছে সরু খালে। ড্রেজিং না করায় নদীর বুকে পলি জমে কাজলা নদী তার নাব্যতা হারিয়েছে। এছাড়া স্থানীয় প্রভাবশালীরা নদীর দু’পাড় দখল করে

চাষাবাদ শুরু করায় নদীটি সংকীর্ণ হয়ে পড়েছে। দ্রুত খনন করে দখলদারদের উচ্ছেদ করা না গেলে নদীটি বিলীন হয়ে যাবে বলে শঙ্কা এলাকাবাসীর। জানা যায়, এক সময় বর্ষা মৌসুমে পানিতে কানায় কানায় ভরে উঠতো কাজলা। কিন্তু দখলদারদের লালসার মুখে এখন মৃতপ্রায় কাজলা। দেশ বিভাগের পর থেকে নদীটি খনন না করায় নদীর বুকে পলি জমে ক্রমশ সরু হয়ে পড়ে। সুযোগ বুঝে স্থানীয় দখলদাররা দু’পাড়ের চর দখল করে নিয়ে শুরু করে চাষাবাদ। বর্ষা মৌসুমে পানিতে থৈ থৈ করা নদীর বুকে এখন পানি থাকেনা বললেই চলে। এ ব্যাপারে সাহারবাটি ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বলেন, ‘নদীর নাব্যতা হারানোর কারণে অনেকে সুযোগ বুঝে দখল করে নিয়ে কিছু কাগজপত্র ব্যাক্তি মালিকানা করে চাষাবাদ ছাড়াও বিক্রি করে দিয়েছে। সেই সকল দখলদারীত্ব থেকে কাজলা নদীকে বাচাতে হলে সরকারি পৃষ্ঠপোষকতা একান্ত প্রয়োজন।’ গাংনী উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান জানান, ‘জেলার ঐতিহ্যবাহী কাজলা নদী যদি কারো দখলে থাকে তাহলে অবশ্যই দখল মুক্তকরা হবে এবং খননের জন্য প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হবে।’ মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শাহিদুজ্জামান খোকন বলেন, ‘জাতীয় সংসদে কাজলা নদীর খনন কাজের জন্য প্রস্তাবনাটি উপস্থাপন করা হয়েছে। সংশ্লিষ্ট দপ্তর থেকে আশ্বস্ত করেছে খুব শিঘ্রই টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে খনন কাজ শুরু হবে।’






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply