SponsorSlider

বিশ্ব

জাতীয়

রাজনীতি


খেলাধুলা

বিনোদন

ফিচার


যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » ১১ বলেই ৩ উইকেট তবুও আরও উন্নতি দরকার খালেদের
১১ বলেই ৩ উইকেট, তবুও আরও উন্নতি দরকার খালেদের

ছবি- ক্রিকইনফো ২০১৮ সালের নভেম্বরে টেস্ট অভিষেক। সময়ের হিসাবে এরপর কেটে গেছে সাড়ে তিন বছর। অথচ, পেসার খালেদ আহমেদের ঝুলিতে রয়েছে চলতি ওয়েস্ট ইন্ডিজ ম্যাচসহ মোটে আট টেস্ট। বল হাতে অধারাবাহিকতা এবং ইনজুরি দুটিই দায়ী এর জন্য। দক্ষিণ আফ্রিকার মাটিতে তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামের চোটের জন্য এবেখা টেস্টে সুযোগ। এরপর ৪ উইকেট পাওয়া; যা বলা চলে ভাগ্য খুলে দেয় খালেদের। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টেও সুযোগ মেলে এই পেসারের। যদিও সেখানে ভালো করতে পারেননি খালেদ। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যান্টিগা টেস্টে খালেদেই ভরসা রাখলো কোচ রাসেল ডমিঙ্গো ও টিম ম্যানেজমেন্ট। যার প্রতিদান খুব ভালোভাবেই দিচ্ছেন এই ডানহাতি পেসার। প্রথম ইনিংসে ২ উইকেট শিকারের পর দ্বিতীয় ইনিংসের শুরুতে কাঁপিয়ে দিয়েছেন উইন্ডিজ শিবিরকে। নিজের করা প্রথম ১১ বলেই নিয়েছেন ৩ উইকেট। ৮৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে স্বাগতিকদের একপর্যায়ে ৯ রানেই ৩ উইকেট হারিয়ে বসে খালেদের সৌজন্যে। বল হাতে এমন দুর্দান্ত বোলিং করার পরও খালেদের আরও উন্নতি জায়গা দেখছেন টাইগার কোচ ডমিঙ্গো। অ্যান্টিগা টেস্টের তৃতীয় দিন শেষে এই পেসারকে নিয়ে বলতে গিয়ে ডমিঙ্গো বলেন, ‘সে মাত্র ৩ উইকেট পেয়েছে। তার আরও অনেক উন্নতি করতে হবে। উন্নতির এই ধারাবাহিকতা ধরে রাখতে হবে। কিছু কিছু সময় ভালো বোলিং করেও উইকেট পাওয়া সম্ভব হয় না, অনেক সময় খারাপ বলেও উইকেট পাওয়া যায়, এটা ক্রিকেটেরই অংশ। সে দ্বিতীয় ইনিংসে ভালো কিছু উইকেট নিয়েছে, তবে তার আরও উন্নতি করতে হবে এই বিষয়ে কোনো সন্দেহ নেই।’


«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply