Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » যুক্তরাষ্ট্রের কারাগারে ‘মাদক সম্রাট’ গিলবার্তোর মৃত্যু




যুক্তরাষ্ট্রের কারাগারে ‘মাদক সম্রাট’ গিলবার্তোর মৃত্যু কলাম্বিয়ার এক সময়কার শক্তিশালী মাদক পাচারচক্র কালি'র প্রধান গিলবার্তো রদ্রিগেজ ওরেজুয়েলা যুক্তরাষ্ট্রের কারাগারে মারা গেছেন। খবর বিবিসি। বিবিসি জানায়, মৃত্যুকালে গিলবার্তোর ব

য়স হয়েছিল ৮৩ বছর। অন্যান্য প্রতিদ্বন্দ্বী এবং আইনের চেয়ে এক ধাপ এগিয়ে থাকার কারণে ‘দাবাড়ু’ নামে পরিচিতি পেয়েছিলেন তিনি। তবে ১৯৯৫ সালে দুর্ভাগ্যে পড়েন গিলবার্তো। ওই বছরই কলাম্বিয়ায় গ্রেফতার হন তিনি। ২০০৪ সালে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করা হয় তাকে। একটা সময় গিলবার্তো বিশ্বের কোকেন বাণিজ্যের বড় অংশ নিয়ন্ত্রণ করতেন। কলাম্বিয়ান ‘মাদক সম্রাট’ পাবলো এসকোবারের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন তিনি। জানা যায়, নর্থ ক্যারোলাইনার কারাগারে ৩০ বছরের কারাদণ্ড ভোগ করছিলেন গিলবার্তো রদ্রিগেজ। গেল মঙ্গলবার (৩১ মে) অসুস্থ হয়ে সেখানেই তিনি মারা যান বলে জানিয়েছে তার পরিবার। আরও পড়ুন: বাফেলো বন্দুক হামলা: গেন্ড্রনের বিরুদ্ধে অভিযোগ গঠন প্রভাব-প্রতিপত্তির শিখরে থাকার সময় গিলবার্তো রদ্রিগেজ তার ভাই মিগুয়েল রদ্রিগেজকে নিয়ে কালি নামক ওই শক্তিশালী মাদক পাচার চক্র চালাতেন। যুক্তরাষ্ট্রের মাদক নিয়ন্ত্রণ প্রশাসনের (ডিইএ) তথ্যানুযায়ী, ১৯৯০ এর দশকের মাঝামাঝি সময়ে বিশ্বের মোট কোকেন বাণিজ্যের ৮০ শতাংশই ছিল এই কালি চক্রের। আরও পড়ুন: ক্লাসরুমে সিংহ, স্কুল বন্ধ! ১৯৯৩ সালে কলাম্বিয়ার মেডেলিন কার্টেলের নেতা পাবলো এসকোবার পুলিশের হাতে খুন হওয়ার পরই কোকেন বাণিজ্যে একচেটিয়া নিয়ন্ত্রণ চলে এসেছিল গিলবার্তোর হাতে। এসকোবার ছিলেন একসময় বিশ্বের ৭ম সর্বোচ্চ ধনী ব্যক্তি। এই কোকেন সম্রাটের আচরণ ছিল অনেকটাই বর্বর এবং পাশবিক। তার কোনো শত্রুই তার হাত থেকে নিস্তার পেত না। মাদক ব্যবসায় তার প্রতিপক্ষ থেকে শুরু করে সাংবাদিক কিংবা সাধারণ মানুষ, যে-ই তার সামনে বাধা হয়ে দাঁড়াতো, তাকে পৃথিবী থেকে সরিয়ে দিয়ে বিন্দুমাত্র হাত কাঁপতো না তার।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply