Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » এবার সালমানকে হত্যার টার্গেট!




প্যাকেজ জনপ্রিয় পাঞ্জাবি গায়ক সিধু মুসওয়ালার হত্যার ঘটনায় সরগরম গোটা ভারত। ৪৭ থেকে ৩০ রাউন্ড গুলি চালিয়ে ঝাঁজরা করে দেওয়া হয় এই তরুণ গায়ককে। এই হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত হিসেবে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের নাম প্রকাশ্যে আসতেই বলিউড অভিনেতা সালমান খানের নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মুম্বাই পুলিশ। জানা যায়, লরেন্স বিষ্ণোইয়ের টার্গেটে রয়েছেন সালমান খানও। ছ ভারতীয় এক গণমাধ্যমকে মুম্বাই পুলিশের এক সিনিয়র কর্মকর্তা জানান, সালমান খানের নিরাপত্তা সার্বিকভাবে বাড়ানো হয়েছে। তার অ্যাপার্টমেন্টের চারপাশে চব্বিশ ঘণ্টা পুলিশি টহল থাকছে, যাতে রাজস্থানের গ্যাং লরেন্স বিষ্ণোই কোনোরকম পদক্ষেপ গ্রহণ করতে না পারে। খবর হিন্দুস্তান টাইমস। বিষ্ণোই সম্প্রদায়ের কাছে কৃষ্ণসার হরিণকে পবিত্র বলে গণ্য করা হয়। ১৯৯৮ সালে সালমান খানের ওপর যোধপুরে সিনেমার শুটিং চলাকালীন দুটি কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ রয়েছে। সে সময় থেকে বিষ্ণোই সম্প্রদায়ের চক্ষুশূল সালমান। মূলত কৃষ্ণসার হরিণ শিকারের জের ধরেই সালমান খানকে হত্যার হুমকি দিয়েছিলেন লরেন্স বিষ্ণোই। এর আগে বেশ কয়েকবার সালমান খানকে শার্প শুটার দিয়ে হত্যার ছক কষেছে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই। ২০১৮ সালে লরেন্স আদালতের বাইরে দাঁড়িয়ে বলেছিল যোধপুরেই সালমান খানকে হত্যা করা হবে। আরও পড়ুন: পাহাড়সম সম্পদের মালিক ঐশ্বরিয়ার আয়ের উৎস কী? ২০২০ সালে এক যুবককে খুনের অপরাধে উত্তরাখণ্ড থেকে গ্রেফতার করা হয় রাহুল নামের ২৭ বছরের শার্প শুটারকে। পুলিশি জেরায় সে স্বীকার করেছিল সালমান খানকেও হত্যার ছক কষছিল তার দল। এমনকি কখন, কোথায়, কীভাবে অভিনেতাকে হত্যা করা হবে, তার জন্য রেকি করতে মুম্বাই পর্যন্ত এসেছিল লরেন্সের সহযোগীরা। এদিকে পাঞ্জাবের জনপ্রিয় গায়ক সিধু হত্যার দায় স্বীকার করেছে কানাডার গ্যাংস্টার গোল্ডি ব্রার। লরেন্স বিষ্ণোইয়ের ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত সে। বর্তমানে তিহার জেলে বন্দি বিষ্ণোই। তবে ইন্ডিয়ান এক্সপ্রেসকে দিল্লি পুলিশ জানিয়েছে, জেলে বন্দি থাকলেও বিষ্ণোই তার দলের লোকজনের সঙ্গে এখনো যোগাযোগ রাখে। তাই সিধু খুনের সঙ্গে তার কোনো যোগাযোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখার চেষ্টা করছে পুলিশ। আরও পড়ুন: সংগীত শিল্পী সিধু মুসে ওয়ালাকে গুলি করে হত্যা সিধু মুসওয়ালা খুনের পর বলিউডের জনপ্রিয় গায়ক মিকা সিংয়ের নিরাপত্তাও বাড়ানো হয়েছে। একটি শোয়ের শুটিংয়ের জন্য মিকা বর্তমানে যোধপুরে রয়েছেন। যোধপুরে মিকার হোটেল ঘিরে ফেলা হয়েছে নিরাপত্তার চাদরে। সেই সঙ্গে পুলিশের টহলদারি গাড়িও সবসময় নজর রাখছে মিকা সিং যে হোটেলে রয়েছেন, তার ওপর।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply