SponsorSlider

বিশ্ব

জাতীয়

রাজনীতি


খেলাধুলা

বিনোদন

ফিচার


যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » এক বাংলাদেশি বংশোদ্ভূতের অন্যরকম অভিষেক ইংল্যান্ড দলে
রবিন দাস ইংল্যান্ড ক্রিকেট দলে ঠিক কতজন খেলোয়াড় রয়েছেন ইংল্যান্ডের? এই তো সেদিন প্রথমবার বিশ্বকাপ ঘরে তোলে আয়ারল্যান্ডের ক্রিকেটার এউইন মরগ্যানের হাত ধরে। যে দলের নায়ক ছিলেন আবার নিউজিল্যান্ড বংশোদ্ভূত বেন স্টোকস, ওয়েস্ট ইন্ডিজের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলা জোফরা আর্চার। এই স্টোকস আবার নেতৃত্ব দিচ্ছেন ইংলিশ টেস্ট দলটার। বৃহস্পতিবার লর্ডসে শুরু হয়েছে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট। এই ম্যাচেই ঘটেছে দারুণ এক ঘটনা। যে ম্যাচে অন্যরকম অভিষেক হয়েছে এক বাংলাদেশি বংশোদ্ভূতের। ম্যাচের ৩৮তম ওভারে হুট করেই ফিল্ডিং করতে নামেন এক তরুণ। যাকে কী না চেনার কথা না, যদি না ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটের পোকা না হন। এমন কি জার্সির পেছনে ছিল না নাম কিংবা নম্বর। তবে খোঁজ নিয়ে জানা যায়, তার নাম রবিন জেমস দাস। ইংল্যান্ড দলে অতিরিক্ত খেলোয়াড় হিসেবে রাখা হয়েছে মাত্র দুজন খেলোয়াড় হ্যারি ব্রুক এবং ক্রেগ ওভারটন। দুজনেই ফিল্ডিং করছিলেন তখন। এমন সময় স্টুয়ার্ট ব্রডকেও ছাড়তে হয় মাঠ। ওভারটি অসমাপ্ত রেখেই আবার মাঠ ছাড়তে হয় ম্যাটি পটসকে। অসমাপ্ত ওভার শেষ করতে আসেন বেন স্টোকস। তাই আরেকজন অতিরিক্ত ফিল্ডারের দরকার পড়ে। এই সময় আর অতিরিক্ত খেলোয়াড় না থাকায় টিম ম্যানেজমেন্ট উপায় না পেয়ে মাঠে নামিয়ে দেন রবিন দাসকে। তাতেই হয়ে যায় এক বাংলাদেশি বংশোদ্ভূতের অন্যরকম অভিষেক। রবিনের বাবার নাম মৃদুল দাস। গ্রামের বাড়ি সুনামগঞ্জ। তবে রবিনের জন্ম, বেড়ে ওঠা সবই ইংল্যান্ডের লেটনস্টোনে। এখানেই তার ক্রিকেটে হাতেখড়ি। ২০ বছর বয়সী রবিন পড়াশোনা করছেন ব্রেন্টউড স্কুলে। খেলছেন এসেক্সের হয়ে। যদিও এখন পর্যন্ত রবিন মাত্র একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন দলের হয়ে। রবিন একা নন, তার বড় ভাই জোনাথন জয় দাস খেলেন এসেক্সের দ্বিতীয় একাদশের হয়ে,। তিনি উইকেট রক্ষক-ব্যাটার। রবিনের এমন অভিষেকে উচ্ছ্বসিত তার দল এসেক্স। টুইটারে তাকে শুভেচ্ছা আর শুভ কামনাও জানিয়েছে।


«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply