Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » মাদকসেবীদের ৮০ শতাংশ যুবক : স্বরাষ্ট্রমন্ত্রী




স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আশংকার বিষয় হচ্ছে—মাদকসেবীদের ৮০ শতাংশ যুবক। এই ভয়ংকর দিকটাকে যে কোনো মূল্যে অ্যাড্রেস করতে হবে। প্রধানমন্ত্রী সে জন্য জিরো টলারেন্সের কথা বলেছেন। আজ রোববার বিকেলে এক অনুষ্ঠানে অংশ নিয়ে মন্ত্রী এ আহ্বান জানান। তিনি বলেন, ‘মাদকের বিষয়ে প্রথমেই মা-বাবার নজর থাকতে হবে। সবার নজর থাকতে হবে, আমাদের ভবিষ্যত প্রজন্ম যেন পথ না হারায়।’ স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এখন পর্যন্ত আমাদের হিসাবে আছে, বাংলাদেশে প্রায় সাত দশমিক ৫ থেকে ৮ মিলিয়ন মাদকাসক্ত রয়েছে। কারও কারও পরিসংখ্যানে এটা আরও বেশি।’ মন্ত্রী আরও বলেন, ‘মোট মাদকাসক্তের মধ্যে ৪৮ শতাংশ শিক্ষিত, ৪০ শতাংশ অশিক্ষিত। কারাগারে যারা অন্তরীণ আছে, এর অধিকাংশ মাদক চোরাকারবারি কিংবা দীর্ঘদিন মাদক আদান-প্রদান করেছেন।’ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান বলেন, ‘আমরা কাউকে ছাড় দিচ্ছি না। আমরা আইন সংশোধন করেছি। বিচারের ব্যবস্থা আরও যাতে দ্রুত হয়, তারও ব্যবস্থা আমরা করেছি। সব চেয়ে আশংকার বিষয়, মাদকসেবীদের ৮০ শতাংশ যুবক। এই ভয়ংকর দিকটাকে যে কোনো মূল্যে অ্যাড্রেস করতে হবে। প্রধানমন্ত্রী এ বিষয়ে জিরো টলারেন্সের কথা বলেছেন।’ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘এটা জানা সবার দায়িত্ব, আপনার ছেলে কী করে, আপনার প্রতিবেশীর ছেলেটা কী করে। মাদকের সঙ্গে জড়িত হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সঙ্গে সঙ্গে খবর দেন। আপনারা নিজের কর্তব্য এভাবে পালন করুন, না হলে আমাদের স্বপ্ন চুরমার হয়ে যাবে।’ মন্ত্রী আরও বলেন, ‘মাদকাসক্তদের মধ্যে অধিকাংশ ইয়াবা ও হেরোইনসেবী। এখন নতুন একটা ড্রাগ এসেছে আইস। আমরা সীমান্ত নিয়ন্ত্রণে নেওয়ার প্রচেষ্টা নিচ্ছি। কিন্তু, এই ব্যবসা এতই লাভজনক, কাজে এই ব্যবসায় অনেকেই প্রলুব্ধ হয় এবং বেছে নেয় নিজেদের জীবিকার জন্য। তাদের গন্তব্য হয় আমাদের কারাগারে হবে, নতুবা ধুঁকে ধুঁকে তাদের জীবনের শেষ দিন গুনতে হবে।’ এ ছাড়া, মাদকের বিরুদ্ধে গত বছর ২১ হাজার ৯৯২ জনের বিরুদ্ধে ২০ হাজার ৫৯২টি মামলা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply