SponsorSlider

বিশ্ব

জাতীয়

রাজনীতি


খেলাধুলা

বিনোদন

ফিচার


যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » সুস্থ আছেন বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র
সকালে ছড়িয়ে পড়ে গুরুতর অসুস্থ ধর্মেন্দ্র। তাকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এমন খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। ঝড়ের গতিতে খবর ভাইরাল হতে থাকলে দুপুরে মুখ খোলেন ধর্মেন্দ্রর ছেলে ববি দেওল। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে ববি দেওল বলেন, ‘বাবার অসুস্থতার রিপোর্ট ‘রাবিশ’। আমার বাবা শারীরিকভাবে সুস্থ ও ভালো আছেন। বর্তমানে বাড়িতেই রয়েছেন তিনি। বাবা বাড়িতেই আছেন। একদম ঠিক আছেন। আপনাদের সকলের ভালোবাসা ও চিন্তার জন্য অনেক ধন্যবাদ।’ আরও পড়ুন: ক্যারিয়ারের শুরুর কথা বলতে গিয়ে কাঁদলেন সালমান! ধর্মেন্দ্র অসুস্থ চাউর হওয়ার পরেই ঘুম উড়েছিল নেটপাড়ার। সকলে ভয় পাচ্ছিলেন যে তাদের প্রিয় তারকার হঠাৎ কী হলো? আবার কোনো দুঃসংবাদ আসবে কি না তা নিয়েও নেটিজেনরা বিভিন্ন মাধ্যমে মন্তব্য করেছেন। অবশ্য পরে সেই ভুল ভেঙে দিলেন অভিনেতা ববি দেওল। উল্লেখ্য, চলতি বছরের মে মাসে ধর্মেন্দ্রকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল নিয়মিত রুটিন চেকআপের জন্য। তারপর নিজের ইনস্টাগ্রাম থেকে বর্ষীয়ান এ অভিনেতা একটি ভিডিও পোস্ট করেছিলেন। ভিডিওতে তিনি জানিয়েছিলেন পিঠের মাংসপেশীতে টান লাগায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। আরও পড়ুন: সোশ্যাল মিডিয়ায় রণবীর ও সামান্থার পোস্ট কীসের ইঙ্গিত? এদিকে দুই ছেলে সানি দেওল ও ববি দেওল এবং নাতি করণ দেওলের সঙ্গে ‘আপনে টু’ সিনেমায় ধর্মেন্দ্রকে দেখা যাবে।


«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply