Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » 'রাশিয়ার বিমান ছিনতাইয়ে ইউক্রেনের পরিকল্পনা ব্যর্থ'




রাশিয়ার কয়েকটি সামরিক বিমান ছিনতাইয়ের জন্য ইউক্রেন বিশেষ পরিকল্পনা নিয়েছিল তবে রাশিয়ার গোয়েন্দারা তা ব্যর্থ করে দিয়েছে। বিষয়টি নিয়ে রাশিয়ার একজন গোয়েন্দা কর্মকর্তা এবং একজন পাইলট রাশিয়া টুডে'কে বিস্তারিত তথ্য জানিয়েছেন। ইউক্রেন যাদের মাধ্যমে রাশিয়ার সামরিক বিমান ছিনতাইয়ের পরিকল্পনা করেছিল এই পাইলট তাদের একজন। ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে বর্তমানে যে সামরিক সংঘাত চলছে তার প্রথম দিকে রাশিয়ার সামরিক সরঞ্জাম এবং বিমান হাতে পাওয়ার জন্য ইউক্রেন একটি তালিকা তৈরি করে যার বিনিময়ের রাশিয়ার পক্ষ ত্যাগ করা পাইলটদের নগদ অর্থ পুরস্কার এবং ইউরোপীয় ইউনিয়নে নাগরিকত্ব দেয়ার লোভ দেখিয়েছিল। এ জন্য ইউক্রেন বিশেষ এজেন্ট নিয়োগ করে। এই পরিকল্পনায় মার্কিন সরকারের অর্থায়নে পরিচালিত একটি তদন্ত সংস্থার এক কর্মকর্তা যুক্ত ছিলেন। ওই সংস্থাটি সাংবাদিকদের একটি গ্রুপ বলে নিজেদেরকে পরিচয় দিয়ে থাকে। এসইউ-৩৪ বোমারু বিমান এই পরিকল্পনার আওতায় ইউক্রেন রাশিয়ার যুদ্ধবিমান, হেলিকপ্টার এবং ট্যাংক হাতিয়ে নিতে চেয়েছিল। বিনিময়ের একজন পাইলটকে সর্বোচ্চ ১০ লাখ ডলার পুরস্কার দেয়ার পরিকল্পনা ছিল। সূত্রের তথ্য মতে- রাশিয়ার এসইউ-৩৪ বোমারু বিমান এবং টিইউ-২২ কৌশলগত বিমানের দিকে বেশি আগ্রহী ছিল ইউক্রেন। ইউক্রেনের এজেন্টরা এ ব্যাপারে রাশিয়ার এসইউ-৩৪ বিমানের একজন পাইলটের সঙ্গে যোগাযোগ করলে এবং ১০ লাখ ডলার পুরস্কার দেয়ার কথা জানালে প্রথমে ওই পাইলট বিষয়টিকে তেমন গুরুত্ব দেন নি। কিন্তু পরবর্তীতে ইউক্রেনের এজেন্টদের চাপাচাপির কারণে তিনি বিষয়টির গুরুত্ব বুঝতে পারেন এবং রাশিয়ার গোয়েন্দাদের কি বিষয়টি তিনি জানালে রাশিয়ার গোয়েন্দারা এ বিষয়ে নজরদারি করতে থাকে। রাশিয়ার এই পাইলট জানান, তাকেও ইউরোপীয় ইউনিয়নের নাগরিকত্ব এবং আয়েশি জীবনযাপনের প্রতিশ্রুতি দেয়া হয়েছিল। টিইউ-২২ কৌশলগত বিমান ইউক্রেনের সরকার এবং গোয়েন্দাদের জোরালো বিশ্বাস ছিল যে, এই ধরনের সুযোগ-সুবিধার প্রলোভন দেখানো হলে রাশিয়ার পাইলটরা সহজেই বিশ্বাসঘাতকতা করে কিয়েভের হাতে বিমান এবং অন্যান্য সামরিক সরঞ্জাম তুলে দেবে। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য ইউক্রেনের এজেন্টরা রাশিয়ার এই পাইলটের কাছে তাদের গুরুত্বপূর্ণ সামরিক তথ্য ও পরিকল্পনা প্রকাশ করে যা পরবর্তীতে রাশিয়ার পাইলটেরা ইউক্রেনের বিরুদ্ধে অভিযান চালাতে কাজে লাগিয়েছেন।# পার্সটুডে






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply