Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » তাইওয়ানে সম্ভাব্য চীনা আগ্রাসন, আর্ডান বললেন কূটনীতির কথা




তাইওয়ানে সম্ভাব্য চীনা আগ্রাসন, আর্ডান বললেন কূটনীতির কথা কূটনৈতিক সব প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়ে চীন যদি তাইওয়ানে হামলা করে তাহলে নিউজিল্যান্ডের ভূমিকা কী হবে, এমন প্রশ্ন এড়িয়ে গেছেন দেশটির প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডান। লন্ডনভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক চ্যাথাম হাউসের সঙ্গে তার পররাষ্ট্র নীতির রূপরেখা নিয়ে আলোচনাকালে আপাতত সংলাপ ও কূটনৈতিক পন্থার কথাই জানিয়েছেন কিউই প্রধানমন্ত্রী। সাম্প্রতিক এক প্রতিবেদনে দ্য সিডনি মর্নিং হেরালড জানিয়েছে- স্পেনের মাদ্রিদে অনুষ্ঠিত হওয়া ন্যাটোর শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন আর্ডান। একই সম্মেলনে যোগ দেন অস্ট্রেলিয়ার নবনির্বাচিত প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজি।

সম্মেলনে প্রথমবারের মতো চীনকে বৈশ্বিক শান্তির জন্য হুমকি হিসেবে বর্ণনা করেছের ন্যাটোভুক্ত দেশগুলোর নেতারা। রাশিয়া ইউক্রেন যে আগ্রাসন চালাচ্ছে তা চীনের সম্ভাব্য তাইওয়ান হামলার সঙ্গে সাযুজ্য বলে মন্তব্য করেছেন আলবানিজি। ওই শীর্ষ সম্মেলনে যাওয়ার পথে অস্ট্রেলিয়ান ফিন্যান্সিয়াল রিভিউ-কে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছিলেন তিনি। আরও পড়ুন : চীন-রাশিয়া সম্পর্ক কী টিকবে? থিঙ্ক ট্যাক চ্যাথাম হাউসের সদর দফতরে আলোচনাকালে আর্ডান বলেন, ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশলতা বাজায় রাখতে আলোচনা ও কূটনীতির কোনো বিকল্প নেই। তিনি আরও বলেন, ইউক্রেন আগ্রাসনের শিক্ষা হলে- যুদ্ধ কখনোই সমস্যার সমাধান হতে পারে না। কূটনীতি ও আলোচনার এই পদ্ধতি রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেন হামলা থেকে নিবৃত্ত করতে ব্যর্থ হয়েছিল, এখন চীনা প্রেসিডেন্ট শি জিন পিংয়কে এই পদ্ধতিতে আটকানোর প্রচেষ্টা চালানো হচ্ছে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আর্ডান কথার মোড় ঘুরিয়ে বলেন, ‘ইউক্রেন আক্রমণের কারণ সম্পর্কে মন্তব্য করার সঠিক ব্যক্তি আমি নই।’ আরও পড়ুন : দুর্বলতা ঢাকতে সাবমেরিন দুর্ঘটনা আড়াল করে চীন: প্রতিবেদন জানা গেছে- এবার সম্মেলনের মাধ্যমে ন্যাটো যে নতুন ‘কৌশলগত ধারণাপত্র’ প্রণয়ন করেছে সেখানে বলা হয়েছে- চীনের ক্ষতিকর হাইব্রিড ও সাইবার কার্যক্রম, সংঘাতপ্রবণ বক্তব্য ও গুজবের লক্ষ্যবস্তু হচ্ছে মিত্ররা। এতে জোটের নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ ছাড়া মহাকাশ, সাইবার ও সামুদ্রিক ক্ষেত্রগুলোর পাশাপাশি আইনের শাসননির্ভর আন্তর্জাতিক ব্যবস্থা ধ্বংসের অপচেষ্টায় রাশিয়ার সঙ্গে চীনের গভীর অংশীদারত্ব রয়েছে বলেও ওই ধারণাপত্রে উল্লেখ করা হয়েছে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply