SponsorSlider

বিশ্ব

জাতীয়

রাজনীতি


খেলাধুলা

বিনোদন

ফিচার


যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » করোনায় আরও ৭ জনের মৃত্যু, শনাক্ত ১০৭২
করোনায় আরও ৭ জনের মৃত্যু, শনাক্ত ১০৭২

করোনার নমুনা পরীক্ষা । ফাইল ছবি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন শনাক্তের সংখ্যা ১ হাজার ৭২ জন। এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৯ হাজার ২৪১ জন। স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক বিজ্ঞপ্তি থেকে আজ সোমবার এ তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আজ পর্যন্ত দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা ১৯ লাখ ৯৭ হাজার ৪১২ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২৯ হাজার ২৪১ জনের। মারা যাওয়াদের মধ্যে চারজন পুরুষ ও তিনজন নারী। এ নিয়ে করোনায় মোট ১৮ হাজার ৬৬৩ জন পুরুষ মারা গেছে। নারী মারা গেছে ১০ হাজার ৫৭৮ জন। আজ করোনায় মারা যাওয়া ঢাকা বিভাগের দুইজন, চট্টগ্রাম বিভাগের দুইজন, খুলনা বিভাগে দুইজন ও সিলেট বিভাগে একজন রয়েছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ১ হাজার ৯৯৭ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ২৬ হাজার ৯৫৭ জন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশের ৮৮০টি ল্যাবরেটরিতে ১০ হাজার ৯৭৪টি নমুনা সংগ্রহ এবং ১০ হাজার ৯০২টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্তের হার গিয়ে দাঁড়ায় ৯ দশমিক ৭৭ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৬ শতাংশ। উল্লেখ্য, দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর দশদিনের মাথায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।


«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply