Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » বার্সার পর ড্রয়ে সন্তুষ্ট থাকল রিয়াল




ক্লাব প্রীতি ম্যাচে একে-অপরের মুখোমুখি হচ্ছে বার্সেলোনা, জুভেন্টাস, রিয়াল মাদ্রিদের মতো দলগুলো। প্রীতি ম্যাচে জুভেন্টাসের বিপক্ষে মাঠে নেমে ড্রয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে কাতালান ক্লাব বার্সাকে। এদিকে বার্সা ড্র করার পর একই ফলাফল দেখেছে আরেক স্প্যানিশ জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদ। আরও পড়ুন... টানা নবম ফাইনালে হট ফেভারিট ব্রাজিল জুভেন্টাস-বার্সা ম্যাচে আধিপত্য দেখিয়ে খেলেছে কাতালান ক্লাবটি। জুভেন্টাসকে একের পর এক আক্রমণে ব্যস্ত করে রেখেছিল উসমান দেম্বেলে, রবার্ট লেভানদোভস্কি, পিয়েরে-এমেরিক অবামেয়াংরা। ম্যাচে ৫৯ শতাংশ বল দখলে রাখা বার্সা আক্রমণ করেছিল ২০টি। ম্যাচের প্রথম গোলও আসে বার্সার পক্ষে। কাতালান ক্লাবের পক্ষে দেম্বেলে খেলার ৩৪তম মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন। এর পাঁচ মিনিট পরে মোইসে কিয়ানের গোলে সমতায় ফেরে জুভেন্টাস। তবে সমতায় ফিরলেও এক মিনিটের বেশি সেটি ধরে রাখতে পারেনি তুরিনের বুড়িরা। দেম্বেলের জোড়া গোলে প্রথমার্ধ শেষে ২-১ ব্যবধানে এগিয়ে থাকে বার্সা। আরও পড়ুন... সেমিতে আর্জেন্টিনার বিদায়, ভোরে ব্রাজিলের প্রতিপক্ষ প্যারাগুয়ে দ্বিতীয়ার্ধে কিয়ান নিজের জোড়া গোলে জুভেন্টাসকে সমতায় ফেরালে এই অবস্থায় খেলা শেষ হয়। দিনের অন্য প্রীতি ম্যাচে ক্লাব আমেরিকার বিপক্ষে ড্র দেখে রিয়াল। লস ব্লাঙ্কোসদের বিপক্ষে এদিন কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে ক্লাব আমেরিকা। ম্যাচের ৫ম মিনিটের গোলে এগিয়েও যায় দলটি। তবে ২২তম মিনিটে গোল করে রিয়ালকে সমতায় ফেরায় বেনজেমা। আরও পড়ুন... মুশফিকের ঘুম, সুজনের খোঁচা দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে গোল করে রিয়ালকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন এডেন হ্যাজার্ড। তবে খেলা শেষ হওয়ার আট মিনিট আগে ক্লাব আমেরিকার আলভারো ফিদালগো গোল করলে রিয়ালকে ড্রয়ে সন্তুষ্ট থাকতে হয়।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply