Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » রাজনীতি নয় আমি মানুষ-নীতি করি", কামব্যাকেই হিট 'মহাগুরু'




রাজনীতি নয় আমি মানুষ-নীতি করি", কামব্যাকেই হিট 'মহাগুরু' রাজ্য বিজেপি নেতৃত্বের সঙ্গে কী বিষয়ে আলোচনা হল? প্রকাশ্যে সেই বিষয়ে মুখ খোলেননি মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। তিনি শুধু জানান, রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার তাঁকে কিছু কাজ দিয়েছেন। তিনি সেটা করবেন।

BJP, Mithun Chakraborty: "রাজনীতি নয় আমি মানুষ-নীতি করি", কামব্যাকেই হিট 'মহাগুরু' বিক্রম দাস: বঙ্গ বিজেপিতে (BJP) মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) 'কামব্যাক'। আর রাজনীতির ময়দানে ফিরেই সুপারহিট 'মহাগুরু'। সোমবার রাজ্য বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠক করলেন। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুরোদমে গেরুয়া শিবিরের হয়ে কাজের ইঙ্গিত দিলেন তিনি। মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) বলেন, "আমি রাজনীতি করিনা, আমি মানুষ-নীতি করি। বাংলার মানুষের জন্য কাজ করতে চাই এবং সেটা করবও।" রাজ্য বিজেপি নেতৃত্বের সঙ্গে কী বিষয়ে আলোচনা হল? প্রকাশ্যে সেই বিষয়ে মুখ খোলেননি মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। তিনি শুধু জানান, রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার তাঁকে কিছু কাজ দিয়েছেন। তিনি সেটা করবেন। সোমবারই রাজ্যের বিরোধী দলনতা শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ২০২৬ নয়, ২০২৪ সালে লোকসভা ও বিধানসভা ভোট একসঙ্গে হবে। এই বিষয়ে প্রশ্ন করা হলে 'মহাগুরু' বলেন, "যদি কাউকে থাকতে হয় থাকবে। যদি যেতে হয় যাবে। আমি কিছু বলব না।" সোমবার রাজ্য বিজেপি দফতরে যান মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। এরপর সুকান্ত মজুমদার, রাহুল সিনহা, রুদ্রনীল ঘোষের মতো গেরুয়া শিবিরের নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি। অসুস্থতা কাটিয়ে 'মহাগুরু'র কামব্যাকে উজ্জীবিত রাজ্য বিজেপি (BJP) নেতৃত্ব।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply