Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » ‘সব অর্থ পার্থদার’, বিস্ফোরক অর্পিতা




পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটেরের (ইডি) হাতে গ্রেফতার রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিত মুখোপাধ্যায় জেরায় স্বীকারোক্তি দিয়েছেন যে, তার দুটি ফ্ল্যাট থেকে উদ্ধার বিপুল রুপি মন্ত্রী পার্থদা’র। আলোচিত এ ঘটনার মামলায় ইডি হেফাজতে রয়েছেন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। গত শুক্রবারের পর বুধবার (২৭ জুলাই) নগদ প্রায় ২৯ কোটি রুপি নগদ অর্থ উদ্ধার হয়েছে। সেইসঙ্গে অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে পাঁচ কেজি সোনাও। ইডি সূত্রে খবর, অর্পিতা মুখোপাধ্যায়কে জেরা করে এসব তথ্য পেয়েছেন কর্মকর্তারা। সে সূত্র ধরেই বেলঘড়িয়ার ফ্ল্যাট হানা দেয় নিরাপত্তা ও ইডির সদস্যরা। বেলঘরিয়ার ফ্ল্যাটে উদ্ধার হয়েছে ২৮ কোটি রুপি। তবে ইডি'র সূত্রে জানিয়েছে, অর্পিতার দাবি করছে সেখানে কত টাকা রাখা ছিল, তা জানা ছিল তার। সেই ঘরে প্রবেশের অনুমতিও ছিল না তার। ইডি সূত্রে জানা গেছে, বেলঘরিয়ার ফ্ল্যাটে বিপুল অর্থের হদিস মিলেছে অর্পিতাকে জিজ্ঞাসাবাদ করেই। জেরার মুখে অর্পিতা জানিয়েছেন, পার্থ চট্টোপাধ্যায় মাঝেমধ্যেই যেতেন বেলঘরিয়ার ফ্ল্যাটে। উদ্ধার রুপি যে পার্থ চট্টোপাধ্যায়ের, সে কথাও জানিয়েছেন অর্পিতা। কিন্তু পার্থঘনিষ্ঠ অর্পিতার দাবি, ঘরে রাখা রুপির কথা জানা থাকলেও, কী পরিমাণ রাখা হতো সেটা তিনি জানতেন না। ঘরে প্রবেশের সুযোগও ছিল না তার। যদিও অর্পিতার এসব দাবি, মানতে নারাজ ইডির কর্মকর্তারা। তার ফ্ল্যাটে কারা রুপি রাখতেন এমন প্রশ্নের জবাবে অর্পিতা বলেন, পার্থ চট্টোপাধ্যায়ই কিছু লোকজনকে পাঠাতেন, যারা এসে ওই ঘরে রুপি রেখে যেতেন। ইডি কর্মকর্তারা মনে করছেন, নিজেকে বাঁচাতেই এখন অর্পিতা এসব বলছেন। বেলঘরিয়া ক্লাব টাউনের আবাসনে অর্পিতা মুখোপাধ্যায়ের দু’টি ফ্ল্যাট রয়েছে। ব্লক-২‌ এবং ব্লক পাঁচে। বুধবার ব্লক-২’এর ফ্ল্যাটে হানা দিয়ে কিছু পাওয়া যায়নি। কিন্তু ব্লক-৫’এ অর্পিতার ঘরের দরজা ভাঙতেই অবাক হতে হয় ইডি’র কর্মকর্তাদের। ১৭০০ স্কয়ার ফিটের ফ্ল্যাটে তিনটি কক্ষের বিভিন্ন জায়গায় প্যাকেট অবস্থায় নগদ রুপি পাওয়া গেছে। টয়লেটের দেয়ালে ক্যাবিনেট করে রাখা ছিল রুপি। পাশাপাশি উদ্ধার হয়েছে সোনার প্রতিমা মূর্তি, এফডি সার্টিফিকেট, সোনার বার, গয়না ও হীরা। নগদের পরিমাণ ছিল ২৭ কোটি ৯০ লাখ রুপি। উদ্ধার হ‌ওয়া সোনার বার, গয়নার পরিমাণ ৪ কোটি ৩১ লাখ রুপি। অর্পিতার টালিগঞ্জ এবং বেলঘরিয়ার ফ্ল্যাটে সবমিলিয়ে এখন পর্যন্ত প্রায় ৫০ কোটি রুপি উদ্ধার হয়েছে বলে জানা গেছে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply