কাশ্মীরে সেনাঘাঁটিতে জঙ্গি হামলায় নিহত ৬
জম্মু ও কাশ্মীরে সেনাঘাঁটিতে জঙ্গি হামলার ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ আগস্ট) সকালে রজৌরির নিয়ন্ত্রণরেখার (এলওসি) কাছে জঙ্গিদের হামলায় নিহত হয়েছেন তিন সেনা সদস্য। আহত হয়েছে আরও তিনজন। এ সময় সেনাদের পাল্টা গুলিতে নিহত হয়েছে তিন জঙ্গিও।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়েছে, রজৌরি শহরের ২৫ কিলোমিটার দূরে পরগল এলাকার ওই ঘাঁটিতে হামলার সময় সেনার একটি কোম্পানি মোতায়েন ছিল। সংঘর্ষের পরেই পাহাড়-জঙ্গলে ঘেরা ওই এলাকায় তল্লাশি অভিযান শুরু হয়।
এক সেনা কর্মকর্তা বলেন, আশপাশের এলাকায় আরও কয়েকজন অনুপ্রবেশকারী জঙ্গি লুকিয়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আরও পড়ুন: পশ্চিমবঙ্গে সড়ক দুর্ঘটনায় ৯ জনের মৃত্যু
সেনা সূত্রের খবর, নিয়ন্ত্রণরেখা লাগোয়া ওই ঘাঁটিতে হামলাকারীরা দুই জঙ্গি আসলে আত্মঘাতী (ফিদায়েঁ) বাহিনীর। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, তারা পাকিস্তান জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তইয়েবার সদস্য। তবে ওই এলাকায় সম্প্রতি জইশ-ই-মহম্মদের ‘আফজল গুরু স্কোয়াড’-এর তৎপরতাও নজরে এসেছে।
Tag: English News lid news world
No comments: