কান্নায় ভেঙে পড়লেন সেরেনা
সেরেনা উইলিয়ামস। ছবি : সংগৃহীত
কানাডিয়ান ওপেনে সাফল্য পেলেন না সেরেনা উইলিয়ামস। সুইস খেলোয়াড় বেলিন্দা বেনসিচের কাছে ৬-২, ৬-৪ গেমে হেরে দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নেন তিনি।
২৩টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী সেরেনা হারের পর কেঁদে ফেলেন। হেরে কোর্ট ছেড়ে বেরোনোর সময় দর্শকরা শেষ বারের মতো বিদায় জানান সেরেনাকে।
ম্যাচ শেষে সেরেনা বলেন, ‘এখানে খেলতে ভালবাসি। তাই আবেগ কাজ করছে। আশা ছিল ভালো খেলার। কিন্তু বেনসিচ দুর্দান্ত খেলেছে। গত ২৪ ঘণ্টা আকর্ষণীয় ছিল। আমি ঠিক মতো বিদায় জানাতে পারি না, কিন্তু বিদায় টোরোন্টো।’ এর পরেই কেঁদে ফেলেন সেরেনা।
ইউএস ওপেনে খেলেই টেনিসকে বিদায় জানাবেন সেরেনা। ইউএস ওপেন শুরু ২৯ অগস্ট।
Tag: English News games world
No comments: