Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » ওপেনার মুনসের ফিফটিতে উইন্ডিজকে চ্যালেঞ্জিং টার্গেট দিল স্কটল্যান্ড




ওপেনার মুনসের ফিফটিতে উইন্ডিজকে চ্যালেঞ্জিং টার্গেট দিল স্কটল্যান্ড

দুইবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ গত বিশ্বকাপে সরাসরি সুপার টুয়েলভে খেলেছিল। কিন্তু ক্রিস গেইলের দেশকে এবার খেলতে হচ্ছে প্রথম রাউন্ডে। nagad-300-250 স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে আজ শুরু হয়েছে ক্যারিবীয়দের বিশ্বকাপ মিশন। হোবার্টের বেলেরিভ ওভালে সোমবার টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন উইন্ডিজ অধিনায়ক নিকলাস পুরান। অস্ট্রেলিয়ার উইকেটের আচরণ বিষয়ে ধারণা না থাকায় প্রতিপক্ষকে আগে ব্যাট করতে পাঠিয়েছেন বলে জানালেন পুরান। তবে উইকেট বিষয়ে তেমন জ্ঞান না রেখেই দুর্দান্ত ব্যাট করেছে স্কটিশরা। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬১ রানের চ্যালেঞ্জিং টার্গেট ছুড়ে দিয়েছে স্কটল্যান্ড। ওপেনিংয়ে নেমে পুরো ২০ ওভার অপরাজিত থেকে ৬৬ রানে মাঠ ছেড়েছে জর্জ মুনসে। ওপেনিং জুটিতেই ৫৫ রান তুলে স্কটল্যান্ড। তাও ৬ ওভারে। এর মধ্যে মাইকেল জোনস করেন ৩ বাউন্ডারিতে ১৬ বলে ২০ রান। ৬ বাউন্ডারিতে ২০ বলে ২৯ রান করেন জর্জ মুনসে। তবে জোনসের ব্যাট ছুয়ে আর রান আসেনি। সপ্তম ওভারের প্রথম দ্বিতীয় বলে তার মিডল স্টাম্প উড়িয়ে দেন ক্যারিবীয় পেসার জেসন হোল্ডার। জর্জের পরে নামা ম্যাথিউ ক্রস অবশ্য বেশি রান করতে পারেননি। নবম ওভারে ওপেনার মুনসের সঙ্গ ছেড়ে মাত্র ৩ রানে ফিরেছেন সাজঘরে তিনি। ক্রসের উইকেটটিও শিকার করেছেন হোল্ডার। এরপর রিচি বেরিংটনকে সঙ্গী করে এগিয়ে যেতে থাকেন মুনসে। ১১তম ওভারে দুর্দান্ত এক ছক্কা হাঁকানোর পর পরের ওভারে মুনসের সঙ্গ ছেড়ে দেন বেরিংটনও। ১২তম ওভারে জোসেফের ৫ম ডেলিভারিতে মিডউইকেটে ক্যাচ তুলে দেন বেরিংটন। কাইল মেয়ার্স সেই ক্যাচ লুফে নিলে ১৪ বলে ১৬ রানে থামে স্কটল্যান্ড অধিনায়কের ইনিংস। এরপর ব্যাট হাতে নেমে দারুণ শুরু করেন ক্যালুম লিওড। ১৪তম ওভারে দলীয় রান একশ পার করে দেন মুনসে-লিওড জুটি। ১৬তম ওভারের প্রথম বলে এবার মুনসেকে ক্রিজে রেখে চলে যান লিওডও। স্মিথের বলে আউট হওয়ার আগে তার ব্যাট ছুঁয়ে আসে ৪ বাউন্ডারিতে ১৩ বলে ২৩ রান। ১৭তম ওভারের দ্বিতীয় বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন ওপেনার জর্জ মুনসে। যা তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের অষ্টম হাফসেঞ্চুরি। ৬ বাউন্ডারিতে ৪৪ বলে ৫০ রান স্পর্শ করেছেন মুনসে। মুনসেকে তার অর্ধশতকের অভিনন্দন জানানোর পরের বলেই আউট হয়ে ফেরেন মাইকেল লিস্ক। মাত্র ৪ রান এসেছে তার ব্যাট থেকে। ১৭ ওভার শেষে স্কটল্যান্ডের রান গিয়ে দাঁড়ায় ৫ উইকেটে ১২৮। শেষ তিন ওভারে তুলতে পেরেছে ৩২ রান তুলতে পেরেছে স্কটিশ ব্যাটাররা। অপরাজিত থেকেই গেছেন ওপেনিংয়ে নামা জর্জ মুনসে। ৫৩ বলে ৬৬ রানের সর্বোচ্চ ইনিংসটি খেলেছেন তিনি। ওপর প্রান্তে লিস্কের পর ব্যাট হাতে নেমে দুই বাউন্ডারিতে ১১ বলে ১৬ রানের ইনিংস খেলেছেন ক্রিস গ্রেভিস।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply