পশ্চিমতীরে ইসরাইলি হামলায় ২ ফিলিস্তিনি নিহত
পশ্চিমতীরে আলাদা ঘটনায় ইসরাইলি বাহিনীর গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত হয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিন। তবে অভিযোগ অস্বীকার করেছে ইসরাইল। তাদের দাবি, নিয়মিত অভিযান চালানোর সময় হঠাৎ আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে ফিলিস্তিনিরা। পাল্টা প্রতিরোধে গুলি ছুড়লে হতাহতের এ ঘটনা ঘটে। খবর আল জাজিরার।
নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি বাহিনীর আগ্রাসন যেন নিত্যদিনের ঘটনা। পশ্চিমতীর, পূর্ব জেরুজালেম কিংবা গাজায় প্রতিনিয়ত ইসরাইলি বাহিনীর গুলিতে প্রাণ হারাচ্ছেন ফিলিস্তিনিরা।
শুক্রবারও (৭ অক্টোবর) অধিকৃত পশ্চিমতীরে দুটি আলাদা ঘটনায় ইসরাইলি বাহিনীর গুলিতে নিহত হয় দুই ফিলিস্তিনি কিশোর। পশ্চিমতীরের কালকিলিয়া শহরে ১৪ বছর ও রামাল্লা শহরের কাছে ১৭ বছর বয়সী ফিলিস্তিনির মৃত্যু হয়। সম্প্রতি ইসরাইলি সেনারা পশ্চিমতীরে বর্বরতার মাত্রা বাড়িয়ে দিয়েছে বলে দাবি ফিলিস্তিন কর্তৃপক্ষের। এতে পশ্চিমতীরজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে।
আরও পড়ুন: ইসরাইলি বাহিনীর গুলিতে ৪ ফিলিস্তিনি নিহত
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, পশ্চিম তীরের উত্তরাঞ্চলের কালকিলিয়ায় ইসরাইলি বাহিনীর বন্দুক হামলায় ১৪ বছরের আদেল দাউদ প্রথমে আহত এবং পরে সে মারা যায়। তার মাথায় সরাসরি গুলি লাগে।
তবে এ অভিযোগ অস্বীকার করেছে ইসরাইল। তেল আবিবের দাবি, নিয়মিত অভিযান চালানোর সময় নিরাপত্তা বেষ্টনীর আশপাশে এসে আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে ফিলিস্তিনিরা। পাল্টা জবাবে গুলি ছুড়লে হতাহতের এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: ইসরাইলি বাহিনীর গুলিতে ৩ ফিলিস্তিনি নিহত
ইসরাইল ১৯৬৭ সালের ছয় দিনের যুদ্ধে পশ্চিমতীর দখলে নেয়ার প্রতিবাদে প্রতি শুক্রবার ফিলিস্তিনিরা এ অঞ্চলের বিভিন্ন জায়গায় মিলিত হয়।
সম্প্রতি পশ্চিমতীরে ইসরাইলি অভিযানে বেশকিছু সংখ্যক ফিলিস্তিনি নিহত হয়েছে।
Tag: English News lid news others world
No comments: