Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » নিরাপত্তা বাড়ল সলমনের, শেরার সঙ্গে তাঁকে রক্ষা করবেন কমান্ডো-সহ ১২ জন পুলিশকর্মী




নিরাপত্তা বাড়ল সলমনের, শেরার সঙ্গে তাঁকে রক্ষা করবেন কমান্ডো-সহ ১২ জন পুলিশকর্মী এত দিন সলমনকে এক্স ক্যাটেগরির নিরাপত্তা দিত মহারাষ্ট্র সরকার। এ বার তার পরিধি আরও বাড়ানো হল। পাশাপাশি, অভিনেতা অক্ষয় কুমার এবং অনুপম খেরকে এক্স ক্যাটেগরির নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত। সলমন খানকে ওয়াই প্লাস ক্যাটেগরির নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মহারাষ্ট্র সরকার। সলমন খানকে ওয়াই প্লাস ক্যাটেগরির নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মহারাষ্ট্র সরকার। — ফাইল ছবি।

লরেন্স বিষ্ণোই জেলে। তবু আর ঝুঁকি নিতে চায়নি মহারাষ্ট্র সরকার। সিধু মুসেওয়ালার খুনের পর সলমন খানকে ওয়াই প্লাস ক্যাটেগরির নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। এ বার থেকে শেরার সঙ্গেই সলমনের সঙ্গে রাত-দিন থাকবেন কমান্ডো-সহ ১২ জন পুলিশকর্মী। এত দিন সলমনকে এক্স ক্যাটেগরির নিরাপত্তা দিত মহারাষ্ট্র সরকার। এ বার তার পরিধি আরও বাড়ানো হল। পাশাপাশি, অভিনেতা অক্ষয় কুমার এবং অনুপম খেরকে এক্স ক্যাটেগরির নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মহারাষ্ট্রের একনাথ শিন্ডে সরকার। গত মে মাসে খুন হন সিধু মুসে ওয়ালা। তার পর জুলাইয়ে হুমকি চিঠি পান সলমনের বাবা সেলিম খান। মুম্বইয়ের বান্দ্রায় প্রাতর্ভ্রমণে বেরিয়েছিলেন তিনি। সেখানে বিশ্রামের জন্য একটি চেয়ারে বসেছিলেন। সেখানেই পান হুমকি দেওয়া চিরকুট। সেখানে লেখা, ‘‘সিধু মুসে ওয়ালার সঙ্গে যা করেছি, সেলিম খান এবং সলমন খান, খুব শীঘ্রই আপনাদের সঙ্গেও তা-ই করব।’’ চিঠির নীচে লেখা ছিল এলবি (লরেন্স বিষ্ণোই) এবং জিবি (গোল্ডি ব্রার)। লরেন্সের কানাডার সহযোগী এই গোল্ডি।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply