Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » বোমা আতঙ্ক, জরুরি অবতরণ জাপানি বিমানের




বোমা আতঙ্কে জাপানের একটি বিমান ১৩৬ জন যাত্রী নিয়ে জরুরি অবতরণ করেছে। স্থানীয় সময় শনিবার (০৭ জানুয়ারি) সকাল ৬টা ২০ মিনিটে জাপান কোম্পানি পরিচালিত জেটস্টার অভ্যন্তরীণ ফ্লাইটটি জরুরি অবতরণ করেছে বলে নিশ্চিত করেছে পুলিশ। খবর সিএনএনের। অবতরণের পর এয়ারবাস এ৩২০। ছবি: সংগৃহীত দেশটির পুলিশ এক বিবৃতিতে জানায়, শনিবার (০৭ জানুয়ারি) সকালে টোকিরও নারিতা বিমানবন্দরে জার্মানির এক ব্যক্তির কাছ থেকে একটি কল আসে। ইংরেজিতে ওই ব্যক্তি বলেন, ওই ফ্লাইটে বোমা রেখেছেন তিনি। এরপরই সতর্ক অবস্থানে যায় পুলিশ। বিমানবন্দরের একজন মুখপাত্র মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে জানান, ফুকাকার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর নারিতা থেকে ছেড়ে যাওয়া বিমানটিকে জরুরি ভিত্তিতে চুহুবু বিমানবন্দরের দিকে ঘুরিয়ে দেয়া হয়। আরও পড়ুন: টোকিওর জনসংখ্যা কমাতে অভিনব উদ্যোগ জাপান সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, জরুরি অবতরণের পর ওই ফ্লাইটে থাকা ৬ ক্রু এবং ১৩৬ জন যাত্রীকে দ্রুত উদ্ধার করা হয়। জানা গেছে, এ ঘটনায় ৫ জন যাত্রী আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। বিমানবন্দরের মুখপাত্র বলেন, এয়ারবাস ‘এ৩২০’ পরিচালনা করে আসছিল জেটস্টার। বিমানটিতে তল্লাশি করে কোনো বিস্ফোরকদ্রব্য পাওয়া যায়নি। এ ঘটনায় বিস্তর তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply