মোদিকে নিয়ে তথ্যচিত্র সুপ্রিম কোর্টে জনস্বার্থে মামলা, শুনানি ৬ ফেব্রুয়ারি নরেন্দ্র মোদিকে নিয়ে বিবিসির তথ্যচিত্র সম্প্রচার নিষিদ্ধ করেছে ভারতের কেন্দ্রীয়
সরকার। তবে সরকারি এই সিদ্ধান্তের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে দায়ের হওয়া জনস্বার্থ মামলা গৃহীত হয়েছে। আগামী সোমবার (৬ ফেব্রুয়ারি) এই মামলার শুনানি হবে। খবর এনডিটিভির। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে বিবিসির তথ্যচিত্র 'ইন্ডিয়া: দ্য মোদি কোশ্চেন' নিয়ে উত্তপ্ত ভারতের রাজনীতি। তথ্যচিত্রটি প্রকাশের পরপরই ভারতে এর সম্প্রচার নিষিদ্ধ করে বিজেপি সরকার। ইউটিউব ও টুইটারকে লিংক সরানোর নির্দেশও দেয়া হয়। তবে তথ্যচিত্রটি সম্প্রচার নিষিদ্ধের প্রতিবাদে সংশ্লিষ্ট জনস্বার্থে আদালতে মামলা করেন অ্যাডভোকেট এমএল শর্মা এবং সিইউ সিং। তাদের অভিযোগ, বিবিসির তথ্যচিত্র সম্প্রচার নিষিদ্ধ উদ্দেশ্যপ্রণোদিত, স্বৈরতান্ত্রিক এবং অসাংবিধানিক মানসিকতার বহিঃপ্রকাশ। বিষয়টিকে গুরুত্ব সহকারে বিবেচনা করে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি পিএস নরশিমা এবং জেবি পারদিওয়ালার সমন্বয়ে গঠিত একটি বেঞ্চে নোট দিয়েছেন। আরও পড়ুন: মোদিকে নিয়ে বিবিসির তথ্যচিত্র নিষিদ্ধ: যুক্তরাষ্ট্রের বিরোধিতা প্রতিবেদনে বলা হয়েছে, আইনজীবীদের আবেদনে জরুরি ভিত্তিতে শুনানিতে রাজি হয়েছে বেঞ্চ। আগামী ৬ ফেব্রুয়ারি ধার্য করেছে শুনানির দিন। এ ছাড়া প্রবীণ সাংবাদিক এন রাম, আইনজীবী প্রশান্ত ভূষণ এবং তৃণমূল কংগ্রেস সংসদ মহুয়া মৈত্র এ বিষয়ে আরও একটি মামলার আবেদন করেছেন। তবে কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু আদালতের সময় ‘নষ্ট’ করার জন্য আবেদনকারীদের নিন্দা করেছেন। এক টুইটবার্তায় তিনি বলেন, তারা এভাবে সুপ্রিম কোর্টের মূল্যবান সময় নষ্ট করছে। অথচ আদালতে হাজার হাজার সাধারণ নাগরিক মামলার শুনানির তারিখের অপেক্ষায় আছে। এদিকে ভারতে বিভাজন তৈরির চেষ্টা চলছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ নিয়ে সবাইকে সজাগ ও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি। বিবিসির তথ্যচিত্র নিয়ে যখন ভারতজুড়ে বিতর্ক চলছে, তখন মোদির এই মন্তব্যকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। আরও পড়ুন: বিবিসির তথ্যচিত্র নিয়ে যা বললেন মোদি ভারতের শাসকদল বিজেপি এবং কেন্দ্রীয় সরকারের দাবি, বিদেশি সংবাদমাধ্যমের (বিবিসি) তৈরি তথ্যচিত্রের মাধ্যমে ভারতীয় সমাজে বিভাজন এবং দেশের সার্বভৌমত্বকে খর্ব করার চেষ্টা চলছে। এসবের প্রেক্ষিতেই নরেন্দ্র মোদির মুখে আবার ফিরে এল ‘বিভাজন’ এবং ‘একতা’র কথা। সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, শনিবার (২৮ জানুয়ারি) দিল্লি ক্যান্টনমেন্টের কারিয়াপ্পা ময়দানে এক অনুষ্ঠানে যোগ দেন নরেন্দ্র মোদি। তিনি বলেন, দেশের উন্নতির একমাত্র চাবিকাঠি একতা। ভারতের যুবশক্তির দিকে গোটা বিশ্ব তাকিয়ে আছে বলেও দাবি করেন তিনি। বিভাজন প্রসঙ্গে মোদি বলেন, ‘দেশকে (ভারত) ভাঙার জন্য নানা রকম চেষ্টা চলছে। কিন্তু এসব করে দেশের জনগণের মধ্যে বিভাজন তৈরি করা যাবে না।’Slider
বিশ্ব
জাতীয়
রাজনীতি
খেলাধুলা
বিনোদন
ফিচার
যাবতীয় খবর
জিওগ্রাফিক্যাল
ফেসবুকে মুজিবনগর খবর
Home
»
English News
»
Featured
»
world
» মোদিকে নিয়ে তথ্যচিত্র সুপ্রিম কোর্টে জনস্বার্থে মামলা, শুনানি ৬ ফেব্রুয়ারি
Mujibnagar Khabor's Admin
We are.., This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
Subscribe to:
Post Comments (Atom)
Labels
- Advertisemen
- Advertisement
- Advertisementvideos
- Arts
- Education
- English News
- English News Featured
- English News lid news
- English News national
- English News news
- English Newsn
- Entertainment
- Featured
- games
- id news
- l
- l national
- li
- lid news
- lid news English News
- lid news others
- media
- national
- others
- pedia
- photos
- politics
- politics English News
- t
- videos
- w
- world
- Zilla News
No comments: