Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » » যুক্তরাষ্ট্রের দিকে ধেয়ে যাচ্ছে পারমাণু ক্ষেপণাস্ত্রবাহী রুশ যুদ্ধজাহাজ!




যুক্তরাষ্ট্রের দিকে ধেয়ে যাচ্ছে পারমাণু ক্ষেপণাস্ত্রবাহী রুশ যুদ্ধজাহাজ!

শব্দের চেয়ে ৯ গুণ দ্রুতগামী জিরকন ক্ষেপণাস্ত্র নিয়ে যুক্তরাষ্ট্রের জলসীমার দিকে ধেয়ে যাচ্ছে রাশিয়ার পারমাণবিক ওয়ারহেড-বোঝাই ফ্রিগেট এডমিরাল গোরশকভ। অবশ্য ন্যাটো জোটভুক্ত দেশগুলোর নৌবাহিনী রুশ যুদ্ধজাহাজটির দিকে সতর্ক দৃষ্টি রেখেছে। সম্প্রতি রয়টার্স, ইউএস নিউজ, সিএনএন, দ্য সানসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এমনই খবর দিয়েছে। রয়টার্স ও দ্য সানের খবরে বলা হয়েছে, ঘণ্টায় ৬ হাজার ৬৭০ মাইল গতির জিরকন মিসাইল নিয়ে প্রথম সমুদ্রযাত্রায় রাশিয়ার গাইডেড মিসাইল ফ্রিগেট এডমিরাল গোরশকভ যুক্তরাষ্ট্রের দিকে এগোচ্ছে। অচিরেই এটি মার্কিন ভূখণ্ডে আঘাত হানার মতো স্ট্রাইকিং রেঞ্জে পৌঁছে যাবে। গত ১১ জানুয়ারি ইংলিশ চ্যানেল পেরোনোর সময় ব্রিটিশ রয়্যাল নেভি এ ফ্রিগেটকে অনুসরণ করছিল। প্রতিবেদনে বলা হয়, সর্বশেষ পর্তুগিজ নৌবাহিনী আটলান্টিক মহাসাগরে গোরশকভকে অনুসরণ করে। আশা করা হচ্ছিল, এটি আফ্রিকার দিকে যাবে। তবে র‌্যাডার পর্যবেক্ষণে দেখা যাচ্ছে, যুদ্ধজাহাজটি অপ্রত্যাশিত বাঁকবদল করে পশ্চিম দিকে এগোচ্ছে। ডেইলি মিরর বলেছে, রাশিয়ার নভোদকা টেলিগ্রাম চ্যানেলের তথ্য অনুযায়ী, গোরশকভ বর্তমানে আটলান্টিক মহাসাগরে আন্তর্জাতিক জলসীমায় রয়েছে। যেহেতু ফ্রিগেটে সংযুক্ত জিরকন ক্ষেপণাস্ত্র ৬২৫ মাইল দূরের লক্ষবস্তুতে আঘাত হানতে সক্ষম, তাই দূরে থেকেও যুক্তরাষ্ট্রের ভূমিতে কার্যকর গোলা ছোঁড়া সম্ভব। গত ৪ জানুয়ারি রাশিয়ার মেরু অঞ্চলীয় নৌঘাঁটি জেভেরমোরস্ক থেকে জিরকন মিসাইল নিয়ে প্রথম সমুদ্রযাত্রা করে গোরশকভ। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘পৃথিবীর কোনো দেশে জিরকনের সমকক্ষ কিছু নেই’ বলে মন্তব্য করেন। রুশ কর্মকর্তারা গোরশকভ ফ্রিগেটকে ‘সমুদ্রে চলাচলকারী যে কোনো জাহাজের সবচেয়ে বিপজ্জনক শত্রু’ বলে অভিহিত করেছেন। তবে ব্রিটিশ গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে তারা কোনো মন্তব্য করেননি বলে জানিয়েছে ডেইলি মেইল। যদিও বুধবার (২৫ জানুয়ারি) সকালে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মালিকানাধীন জেভেজদা টিভি গোরশকভ থেকে পরীক্ষামূলক মিসাইল নিক্ষেপের একটি ভিডিও প্রকাশ করেছে। এ সময় আটলান্টিক মহাসাগরে ৯০০ কিলোমিটার দূরের একটি লক্ষবস্তুতে এটি সফল আঘাত হানে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এর আগে সোমবার (২৩ জানুয়ারি) রুশ বার্তা সংস্থা তাস জানায়, নতুন প্রজন্মের হাইপারসনিক মিসাইল-সংযুক্ত যুদ্ধজাহাজ এডমিরাল গোরশকভ ফেব্রুয়ারি মাসে চীন ও দক্ষিণ আফ্রিকার নৌবাহিনীর সঙ্গে যৌথ সামরিক মহড়ায় অংশ নেবে। দক্ষিণ আফ্রিকা যাবার পথে এটি সিরিয়ার তারতুসে যাত্রাবিরতি করবে






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply