Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » পেলোসির টেবিলে পা তুলে ছবি তোলা ব্যক্তি দোষী সাব্যস্ত




২০২১ সালে নির্বাচনে হারের পর যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে হামলার সময় প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির ডেস্কে পা তুলে ছবির জন্য পোজ দেয়া দাঙ্গাকারী তার বিরুদ্ধে আনা সব অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন। খবর আল জাজিরার। সংবাদমাধ্যমের খবরে জানা যায়, দাঙ্গার সময় পেলোমির টেবিলে পা তুলে ছবি তোলা ব্যক্তির নাম রিচার্ড বিগো বার্নেট। আগামী ৩ মে ওয়াশিংটন ডিসির আদালতে তার বিরুদ্ধে সাজা ঘোষণা করা হবে। জানা যায়, ঘটনার দিন রিচার্ড বিগো পেলোসির কার্যালয়ে ঢুকে পড়ার পর ছবি তোলার পোজ দেন এবং বের হওয়ার আগে দম্ভভরে একটি খাম তুলে নেন। তার বিরুদ্ধে ৮ টি অভিযোগে মামলা হয়েছে। এরমধ্যে জনসাধারণের প্রবেশ সীমাবদ্ধ এমন ভবন ও স্থানে প্রাণঘাতী অস্ত্র নিয়ে প্রবেশ, সরকারি কাজে বাধা ও সরকারি সম্পত্তি চুরি অন্যতম। কর্মকর্তারা অভিযোগ পত্রে বলেন, তার কাছে একটি স্টানগান ছিল এবং পেলোসি উপস্থিত থাকলে হতাহতের সম্ভাবনা ছিল। কৌঁসুলির বলছেন, সহিংসতার প্রস্তুতি নিয়েই সেদিন ৬২ বছর বয়সী বার্নেট ১ হাজার ৬০০ কিলোমিটারেরও বেশি দূরবর্তী আরকানসো থেকে ওয়াশিংটন ডিসিতে আসেন। আরও পড়ুন: গণতন্ত্রকে ধ্বংস ও নস্যাৎ করতে ক্যাপিটল হিলে সহিংসতা: বাইডেন শুনানিতে নিজেই নিজের অবস্থান তুলে ধরে বার্নেট বলেন, সেদিন তিনি সময়ের স্রোতে গা ভাসিয়ে দিয়েছিলেন। সোমবার (২৩ জানুয়ারি) আদালত প্রাঙ্গণের বাইরে রিচার্ড বার্নেট বলেন, তিনি রায়ের বিরুদ্ধে আপিল করবেন। এ রায়কে ‘অন্যায্য’ বলে উল্লেখ করেছেন তিনি। তার সাজা আগামী ৩ মে ঘোষিত হবে, সে পর্যন্ত তিনি মুক্ত থাকতে পারবেন বলে জানিয়েছেন বিচারক। বিচারকরা তাকে সর্বোচ্চ কয়েক দশক পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত করতে পারেন। আরও পড়ুন: ক্যাপিটলে হামলা: ট্রাম্পকে বিচারের আওতায় আনার দাবি ট্রাম্প সমর্থকরা কংগ্রেস ভবনে হানা দেয়ার পর অন্য আইনপ্রণেতাদের সঙ্গে পেলোসিও প্রতিনিধি পরিষদের ফ্লোর থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন। ৬ জানুয়ারি ওই দাঙ্গার ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতায় এখন পর্যন্ত ৯৪০ জনের বেশি মানুষের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। প্রায় ৫০০ জন তাদের দোষ স্বীকারও করে নিয়েছেন।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply